RRB (Railway Recruitment Board) পরীক্ষার বিস্তারিত
RRB বা Railway Recruitment Board হলো ভারতীয় রেলওয়ের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য একটি কেন্দ্রীয় সংস্থা। প্রতি বছর লাখ লাখ প্রার্থী RRB এর বিভিন্ন পরীক্ষা দিয়ে থাকে, যেমন NTPC, Group D, ALP, Technician ইত্যাদি।
প্রধান RRB পরীক্ষাসমূহ:
- RRB NTPC: Non-Technical Popular Categories
- RRB Group D: Track Maintainer, Assistant, Helper
- RRB ALP: Assistant Loco Pilot
- RRB JE: Junior Engineer
- RRB Paramedical: Nurse, Pharmacist, Lab Assistant ইত্যাদি
যোগ্যতা (Eligibility):
- ভারতীয় নাগরিক হতে হবে
- শিক্ষাগত যোগ্যতা: 10th / 12th / ITI / Diploma / Graduation (পদের উপর নির্ভর করে)
- বয়সসীমা: সাধারণত 18 থেকে 33 বছর (কিছু পদের ক্ষেত্রে আলাদা)
পরীক্ষার ধাপ (Exam Stages):
- CBT 1: প্রথম ধাপের কম্পিউটার ভিত্তিক পরীক্ষা
- CBT 2: (NTPC, ALP, JE ইত্যাদির জন্য)
- PET: Physical Efficiency Test (Group D-র জন্য)
- Document Verification এবং Medical Test
RRB CBT 1 সিলেবাস (সাধারণ):
- General Awareness – 40 নম্বর
- Mathematics – 30 নম্বর
- General Intelligence and Reasoning – 30 নম্বর
- মোট: 100 প্রশ্ন, 90 মিনিট
প্রস্তুতির টিপস:
- Railway সম্পর্কিত কারেন্ট অ্যাফেয়ার্স ও Static GK ভালোভাবে পড়ুন
- প্রথমে NCERT ভিত্তিক গণিত ও রিজনিং অনুশীলন করুন
- পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সমাধান করুন
- রোজ কমপক্ষে ১টি মক টেস্ট দিন
আমাদের Today GK Guide follow করতে পারেন।
রেলওয়ে পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা!

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments