General Knowledge MCQ Section (07)

0
Static GK বা স্থায়ী সাধারণ জ্ঞান এমন একটি বিভাগ যা ভারতের ইতিহাস, ভূগোল, সংবিধান, সংস্কৃতি, বিজ্ঞান আবিষ্কার, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস ইত্যাদির মতো বিষয়গুলি নিয়ে গঠিত। এসব তথ্য সাধারণত সময়ের সঙ্গে বদলায় না, তাই একে বলা হয় "Static" বা "স্থায়ী"। RRB, SSC, WBCS, PSC সহ প্রায় সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় Static GK থেকে নিয়মিত প্রশ্ন আসে। এই MCQ সেটে আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ Static GK প্রশ্ন ও সঠিক উত্তর উপস্থাপন করেছি, যা পরীক্ষায় ভালো ফলাফল করতে সহায়তা করবে।
general science

General Knowledge MCQ (07)

Q1. স্ট্যাচু অফ লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ ?
A) ইংল্যান্ড B) ফ্রান্স C) জার্মানি D) রাশিয়া
✅ Option: B) ফ্রান্স
ব্যাখ্যা: 1886 সালে ফ্রান্স আমেরিকার স্বাধীনতার ১০০ বছর পূর্তিতে বন্ধুত্বের প্রতীক হিসেবে এই মূর্তিটি উপহার দেয়।
Q2. বিশ্ব বিখ্যাত মোনালিসার ওয়েল পেইন্টিং কোথায় দেখতে পাওয়া যায় ?
A) ভ্যাটিকান মিউজিয়ামে B) অ্যাশমোনিয়ান মিউজিয়াম C) ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম D) ফ্রান্সের রাজপ্রাসাদ
✅ Option: C) ফ্রান্সের ল্যুভর মিউজিয়াম
ব্যাখ্যা: লিওনার্দো দা ভিঞ্চি রচিত ‘মোনালিসা’ চিত্রকর্মটি বর্তমানে ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
Q3. চীনের প্রাচীর নির্মাণ করেন কে ?
A) কনফুসিয়াস B) চীনের রাজা কিন শি হুয়াং C) লেবুকাদনেজার D) চীনের রাজা চাও কুয়াং ইন
✅ Option: B) চীনের রাজা কিন শি হুয়াং
ব্যাখ্যা: খ্রিস্টপূর্ব ৩য় শতকে চীনকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এই প্রাচীর নির্মাণ করেন তিনি।
Q4. ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত ?
A) লন্ডন B) প্যারিস C) নিউইয়র্ক D) জার্মানি
✅ Option: B) প্যারিস
ব্যাখ্যা: এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও বিখ্যাত জাদুঘর যেখানে বহু বিখ্যাত চিত্রকর্ম ও ভাস্কর্য সংরক্ষিত রয়েছে।
Q5. বিগ বেন কী ?
A) বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির প্রাক্কালে যে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছিল B) লন্ডনের পার্লামেন্ট ভবনে অবস্থিত বিখ্যাত ঘড়ি C) নিউ ইয়র্ক শহরের পোতাশ্রয়ে বিশাল প্রস্তরমূর্তি D) কোনোটিই নয়
✅ Option: B) লন্ডনের পার্লামেন্ট ভবনে অবস্থিত বিখ্যাত ঘড়ি
ব্যাখ্যা: এটি লন্ডনের পার্লামেন্ট ভবনের অংশ এবং ইংল্যান্ডের একটি প্রতীকচিহ্ন।
Q6. পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যক ভাষায় অনুদিত গ্রন্থের নাম কী ?
A) বাইবেল B) মহাভারত C) ক্যান্টারবেরি টেলস D) ঋগবেদ
✅ Option: A) বাইবেল
ব্যাখ্যা: বাইবেল বিশ্বের সর্বাধিক অনূদিত ধর্মীয় গ্রন্থ।
Q7. জাপানের মুদ্রার নাম কী ?
A) পেসো B) ইয়েন C) মার্ক D) ডলার
✅ Option: B) ইয়েন
ব্যাখ্যা: ইয়েন হলো জাপানের সরকারি মুদ্রা, যার প্রতীক ¥।
Q8. চীনের জাতীয় মুদ্রার নাম কী ?
A) রুবল B) ইউয়ান C) দিনার D) ডলার
✅ Option: B) ইউয়ান
ব্যাখ্যা: Renminbi হচ্ছে চীনের সরকারী মুদ্রা, এবং তার প্রধান একক হলো ইউয়ান।
Q9. মায়ানমারের মুদ্রার নাম কী ?
A) নিরা B) ফ্রাঁ C) কিয়াত D) রুপি
✅ Option: C) কিয়াত
ব্যাখ্যা: এটি মায়ানমারের সরকারী মুদ্রা।
Q10. ইউরোপীয় ইউনিয়নের অভিন্ন মুদ্রার নাম কী ?
A) ইউরো B) নিরা C) পেসো D) ইউরোপীয় ডলার
✅ Option: A) ইউরো
ব্যাখ্যা: ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ ইউরো ব্যবহার করে।
Q11. ভুটানের জাতীয় মুদ্রা কী নামে পরিচিত ?
A) টাকা B) পাউন্ড C) এনগুলট্রাম D) ডলার
✅ Option: C) এনগুলট্রাম
ব্যাখ্যা: এটি ভারতীয় রুপির সঙ্গে সমমানের এবং সরকারী মুদ্রা।
Q12. হোয়াইট স্টর্ক কোন দেশের জাতীয় পাখি ?
A) মার্কিন যুক্তরাষ্ট্র B) কানাডা C) মেক্সিকো D) জার্মানি
✅ Option: D) জার্মানি
ব্যাখ্যা: এটি বেলারুশের এবং লিথুয়ানিয়ারও জাতীয় পাখি
Q13. যুক্তরাজ্যের জাতীয় পাখির নাম কী ?
A) ঈগল B) সোয়ানো C) স্কাইলার্ক D) রবিন
✅ Option: D) রবিন
ব্যাখ্যা: ছোট আকারের এই লাল-বুকওয়ালা পাখি ব্রিটিশ জনগণের প্রিয়।
Q14. শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কী ?
A) স্কাইলার্ক B) ময়ূর C) বনমোরগ D) উটপাখি
✅ Option: C) বনমোরগ
ব্যাখ্যা: এটি শুধুমাত্র শ্রীলঙ্কাতেই পাওয়া যায়।
Q15. হামিংবার্ড কোন দেশের জাতীয় প্রতীক ?
A) নিউজিল্যান্ড B) বেলজিয়াম C) তুরস্ক D) ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
✅ Option: D) ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো
Q16. নিম্নলিখিতের মধ্যে ফ্রান্সের জাতীয় প্রতীক কোনটি ?
A) নাইটিংগেল B) লিলি ফুল C) মাশাল D) কোনোটিই নয়
✅ Option: B) লিলি ফুল
Q17. মরিশাসের জাতীয় পাখির নাম কী ?
A) বাজ B) ডোড C) টিয়া D) ঈগল
✅ Option: B) ডোড
ব্যাখ্যা: যদিও ডোডো বিলুপ্ত, তবে এটি মরিশাসের ইতিহাস ও পরিচয়ের প্রতীক।
Q18. নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক হিসাবে কোন পাখিটি পরিচিত ?
A) বাজ B) কিউই C) ঈগল D) টিয়া
✅ Option: B) কিউই
ব্যাখ্যা: উড়তে না পারা এই পাখিটি নিউজিল্যান্ডবাসীদের জাতীয় পরিচয়ের অংশ।
Q19. ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম বায়ু যান বহনকারী জাহাজ এর নাম কী ?
A) আই এন এস শক্তি B) আই এন এস বিক্রমাদিত্য C) আই এন এস চক্র D) আই এন এস বিক্রান্ত
✅ Option: B) আই এন এস বিক্রমাদিত্য
ব্যাখ্যা: এটি মূলত রাশিয়ান নৌবাহিনী কর্তৃক নির্মিত ছিল এবং পরবর্তীতে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে.
Q20. বিখ্যাত মহিলা শাসক গোল্ডা মেয়ার কোন দেশের শাসক ছিলেন ?
A) আর্জেন্টিনা B) অস্ট্রেলিয়া C) ইজরায়েল D) কোনোটিই নয়
✅ Option: C) ইজরায়েল
ব্যাখ্যা: তিনি ইসরায়েলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।
Q21. ভারত ছাড়া আর কোন দেশ ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস হিসাবে পালন করে ?
A) পাকিস্তান B) দক্ষিণ কোরিয়া C) সুদান D) পেরু
✅ Option: B) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা: দক্ষিণ কোরিয়া ১৯৪৫ সালে জাপানের দখল থেকে মুক্ত হয়।
Q22. ভেনেজুয়েলার রাজধানীর নাম কী ?
A) লিমা B) নাইরোবি C) কারাকাস D) বেলগ্রেড
✅ Option: C) কারাকাস
ব্যাখ্যা: এটি ভেনেজুয়েলার বৃহত্তম শহর ও রাজনৈতিক কেন্দ্র।
Q23. ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
A) হরিয়ানা B) গুজরাট C) ছত্রিশগড় D) মধ্য প্রদেশ
✅ Option: B) গুজরাট
ব্যাখ্যা: গুজরাটের মুন্দ্রা আদানি পাওয়ার পরিচালিত এই কেন্দ্রটি ভারতীয় বিদ্যুৎ উৎপাদনে শীর্ষস্থানীয়।
Q24. কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত ?
A) অজন্তা B) বাদামি C) ইলোরা D) এলিফ্যান্টা
✅ Option: C) ইলোরা
ব্যাখ্যা: এটি এক শিলাখণ্ড খোদাই করে তৈরি অসাধারণ হিন্দু মন্দির।
Q25. ভারতে প্রথম কোন রাজ্য ভোটারদের সচিত্র পরিচয়পত্র চালু করে ?
A) তামিলনাড়ু B) রাজস্থান C) হরিয়ানা D) পশ্চিমবঙ্গ
✅ Option: D) পশ্চিমবঙ্গ
ব্যাখ্যা: ১৯৬০ সালে কলকাতায় (সফল হয়নি) কিন্তু ১৯৭৯ সালে সিকিম প্রথম চালু করে।

✅ Correct: 0 | ❌ Wrong: 0 | 🔷 Total Point: 0


Tags
GK

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

একটি মন্তব্য পোস্ট করুন (0)