History MCQ Section (04)

0

 

History MCQ part 4

স্বাগতম Today GK Guide viewers!

বর্তমান সময়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় (যেমন RRB, SSC, PSC ইত্যাদি) ইতিহাস থেকে নিয়মিতভাবে বহুনির্বাচনি প্রশ্ন (MCQ) আসে। তাই এই বিষয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা অতীতের বিভিন্ন পরীক্ষায় আসা এবং সম্ভাব্য গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কিত MCQ প্রশ্ন ও উত্তর উপস্থাপন করেছি।

ইতিহাস MCQ প্রশ্নোত্তর Part -(04)


Q1. তহকক-ই-হিন্দ' বা কিতাব-উল-হিন্দ কার রচনা?
A) আল বিরুনী B) আবুল ফজল C) আমির খসরু D) বদাউনি
✅ Option: A) আল বিরুনী
Q2. আইন-ই-আকবরী' কার রচনা?
A) ফৈজি B) আবুল ফজল C) ফ্রিস্তা D) বদাউনি
✅ Option: B) আবুল ফজল
Q3. হুমায়ুননামা' কার রচনা?
A) হুমায়ুন B) নিজামুদ্দিন আহম্মদ C) গুলবদন বেগম D) এদের কেউ নয়
✅ Option: C) গুলবদন বেগম
Q4. পাদশাহনামা' এর রচয়িতা কে?
A) গুলবদন বেগম B) শাজাহান C) আব্দুল হামিদ লাহোরী D) ফৈজি
✅ Option: C) আব্দুল হামিদ লাহোরী
Q5. মহেঞ্জোদারোর সিলমোহরের উপর যে দেবতার খোদাই করা মূর্তি পাওয়া গেছে তা কীসের মূর্তি?
A) বিষ্ণুর আদিমূর্তি B) ব্রহ্মার মূর্তি C) শিবের আদি মূর্তি D) দেবী মূর্তি
✅ Option: C) শিবের আদি মূর্তি
Q6. বৈদিক যুগের বৃষ্টির দেবতার কে ছিলেন?
A) বরুণ B) মরুত C) সোম D) ইন্দ্র
✅ Option: D) ইন্দ্র
Q7. জৈন ধর্মের দিগম্বর ও শ্বেতাম্বর যে কারণে বিভক্ত ?
A) খাদ্য অভ্যাস B) পরলোক সংক্রান্ত চিন্তা C) বস্ত্র পরিধান D) কোনোটিই নয়
✅ Option: C) বস্ত্র পরিধান
Q8. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কী?
A) পার্শ্বনাথ B) ঋষভনাথ C) বর্ধমান D) গোসাল
✅ Option: A) পার্শ্বনাথ
Q9. মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন?
A) গৌতম B) পার্শ্বনাথ C) ঋষভ D) গোসাল
✅ Option: D) গোসাল
Q10. বৌদ্ধ শিক্ষাকেন্দ্র বিক্রমশীলার প্রতিষ্ঠাতা কে?
A) কুমার গুপ্ত B) গোপাল C) ধর্মপাল D) রামপাল
✅ Option: C) ধর্মপাল
Q11. গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কী নামে পরিচিত?
A) মহাভিনিষ্ক্রমণ B) ভেরীঘোষ C) ধর্মচক্র প্রবর্তন D) অষ্টাঙ্গিক মার্গ
✅ Option: C) ধর্মচক্র প্রবর্তন
Q12. গৌতম বুদ্ধ কোথায় দেহ ত্যাগ করেন?
A) সারনাথে B) কপিলাবস্তুতে C) কুশিনগরে D) অন্ধপুরে
✅ Option: C) কুশিনগরে
Q13. আলেকজান্ডার ভারতে প্রায় কত মাস ছিলেন?
A) 10 মাস B) 2 মাস C) 16 মাস D) 19 মাস
✅ Option: D) 19 মাস
Q14. কনিষ্ক কোন ধর্ম গ্রহণ করেছিলেন?
A) জৈন ধর্ম B) ইসলাম ধর্ম C) হিন্দু ধর্ম D) বৌদ্ধ ধর্ম
✅ Option: D) বৌদ্ধ ধর্ম
Q15. বুদ্ধচরিত' কার রচনা?
A) উপগুপ্ত B) অশোক C) নাগার্জুন D) অশ্বঘোষ
✅ Option: D) অশ্বঘোষ
Q16. বজ্রসূচী' কার রচনা?
A) ফুলপানি B) বসু বন্ধু C) অশ্বঘোষ D) চরক
✅ Option: C) অশ্বঘোষ
Q17. প্রজ্ঞাপারমিতা সূত্র' কার রচনা?
A) বসু বন্ধু B) সুশ্রুত C) অশ্বঘোষ D) নাগার্জুন
✅ Option: B) সুশ্রুত
Q18. কোন যুগে গান্ধার শিল্প রীতির বিকাশ ঘটে?
A) গুপ্ত যুগে B) পল্লব যুগে C) কুষাণ যুগে D) মৌর্য যুগে
✅ Option: C) কুষাণ যুগে
Q19. হুনদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে?
A) প্রথম চন্দ্রগুপ্ত B) স্কন্দগুপ্ত C) বিক্রমাদিত্য D) কুমারগুপ্ত
✅ Option: B) স্কন্দগুপ্ত
Q20. বিক্রমাঙ্কদেবচরিত ' কে রচনা করেছিলেন?
A) ধোয়ী B) নাগার্জুন C) কলহন D) বিলহন
✅ Option: D) বিলহন
Q21. পাটুলিপুত্র নগরী কে স্থাপন করেন?
A) নাগদশক B) উদয়ভদ্র C) কাকবর্ণ D) বিম্বিসার
✅ Option: B) উদয়ভদ্র
Q22. চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগদের সিংহাসনে কে বসেন?
A) দ্বিতীয় চন্দ্রগুপ্ত B) স্কন্দগুপ্ত C) বিন্দুসার D) বিম্বিসার
✅ Option: C) বিন্দুসার
Q23. অশোক কার মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন?
A) বিম্বিসার B) বিন্দুসার C) অজাতশত্রু D) চন্দ্রগুপ্ত মৌর্য
✅ Option: B) বিন্দুসার
Q24. চন্ডাশোক ' কাকে বলা হয়?
A) পুষ্যমিত্র শুঙ্গ B) বৃহদ্রথ C) অশোক D) কোনোটিই নয়
✅ Option: C) অশোক
Q25. সবে মুণিষে পজা মমা ' উক্তিটি কার?
A) বুদ্ধ B) মহাবীর C) বিম্বিসার D) অশোক
✅ Option: D) অশোক
Q26. অর্থশাস্ত্র' এর রচয়িতা কে?
A) কৌটিল্য B) বসু মিত্র C) নাগ দত্ত D) মতিল
✅ Option: A) কৌটিল্য
Q27. কোন সম্রাট শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন?
A) হর্ষবর্ধন B) বিম্বিসার C) দ্বিতীয় চন্দ্রগুপ্ত D) চন্দ্রগুপ্ত মৌর্য
✅ Option: D) চন্দ্রগুপ্ত মৌর্য
Q28. কাদম্বরী ' কার রচনা?
A) বানভট্ট B) কুমারীল ভট্ট C) পতঞ্জলি D) পাণিন
✅ Option: A) বানভট্ট
Q29. হিউয়েন সাঙ রচিত গ্রন্থটির নাম কী?
A) ইউচি B) ইন্ডিকা C) সিইউ কি D) আল হিলাল
✅ Option: C) সিইউ কি
Q30. গৌড় বা বর্তমান বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তি কে ছিলেন?
A) লক্ষণ সেন B) বল্লাল সেন C) শশাঙ্ক D) দেবপাল
✅ Option: C) শশাঙ্ক
Q31. আলাউদ্দিন খলজি দক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তারের জন্য কাকে প্রেরণ করেন?
A) মালিক অম্বর B) গাজী মালিক C) উলুঘ খাঁ D) মালিক কাফুর
✅ Option: D) মালিক কাফুর
Q32. বিশ্বের সর্বপেক্ষা প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি?
A) তক্ষশীলা B) নালন্দা C) বিক্রমশিলা D) উজ্জয়িনী
✅ Option: A) তক্ষশীলা
Q33. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
A) নালন্দা B) বিক্রমশিলা C) তক্ষশীলা D) কোনোটিই নয়
✅ Option: A) নালন্দা
Q34. সারনাথ স্তম্ভ কে নির্মাণ করেছিলেন?
A) বিক্রমাদিত্য B) অশোক C) বিম্বিসার D) ধর্মপাল
✅ Option: B) অশোক
Q35. মেঘদূতম, রঘুবংশ' কাব্য গুলির রচয়িতা কে?
A) শূদ্রক B) কালিদাস C) দন্ডীন D) বিশাখদত্ত
✅ Option: B) কালিদাস
Q36. দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থ দুটি রচয়িতা কে?
A) বল্লাল সেন B) উমাপতি C) লক্ষণ সেন D) ধোয়ী
✅ Option: A) বল্লাল সেন
Q37. গীতগোবিন্দম কে রচনা করেন?
A) উমাপতি ধর B) জয়দেব C) সর্বানন্দ D) শূলপাণি
✅ Option: B) জয়দেব
Q38. দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত?
A) উড়িষ্যা B) রাজস্থান C) বিহার D) মহারাষ্ট্র
✅ Option: B) রাজস্থান
Q39. রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত?
A) কর্ণাটক B) পান্ড্য C) কেরল D) কোনোটিই নয়
✅ Option: C) কেরল
Q40. পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন কোন রাজা?
A) যশোবর্মন B) ভাস্কর বর্মন C) অপরাজিত বর্মন D) অনন্ত বর্মন
✅ Option: D) অনন্ত বর্মন
Q41. দিল্লির প্রথম স্বাধীন সুলতান কে?
A) কুতুবউদ্দিন আইবক B) নাসিরুদ্দিন শাহ C) ইলতুৎমিস D) বখতিয়ার খলজী
✅ Option: A) কুতুবউদ্দিন আইবক
Q42. লাখবক্স' নামে কে পরিচিত ছিল?
A) রাজিয়া B) ইলতুৎমিস C) কুতুবউদ্দিন আইবক D) রোকনউদ্দিন
✅ Option: C) কুতুবউদ্দিন আইবক
Q43. দিল্লির সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?
A) কুতুবউদ্দিন B) আলাউদ্দিন C) ইলতুৎমিস D) মোহাম্মদ -বিন -সাম
✅ Option: C) ইলতুৎমিস
Q44. ইলতুৎমিসের প্রধান দাসেরা যে সমিতি গড়ে তোলেন তার নাম কী?
A) পহেলগান B) বন্দেগান C) চাহালগানি D) কোনোটিই নয়
✅ Option: C) চাহালগানি
Q45. যমুনা খাল ও শতদ্রু খাল খনন করেছিলেন কে?
A) মইজুদ্দিন মোবারক শাহ B) জালাল উদ্দিন শাহ C) ফিরোজ শাহ তুঘলক D) আলাউদ্দিন খলজি
✅ Option: C) ফিরোজ শাহ তুঘলক
Q46. আকবরের আমলে অর্থমন্ত্রীকে কী বলা হত?
A) ভকিল B) মীরবক্সী C) সদর-ই- সদুর D) দেওয়ান
✅ Option: B) মীরবক্সী
Q47. আকবরের আমলে প্রধানমন্ত্রীকে কী বলা হত?
A) ওয়াজির B) ভকিল C) সুমালিক D) মীরবক্সী
✅ Option: A) ওয়াজির
Q48. বিবি কা মকবরা ' স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত?
A) নূরজাহান B) হুমায়ুনের বোন C) যোধাবাঈ D) দিলরাস বানু বেগম
✅ Option: D) দিলরাস বানু বেগম
Q49. নিচের কোন মুঘল সম্রাটের ভারতবর্ষে কোন সৌধ নেই?
A) আকবর B) জাহাঙ্গীর C) শাহজাহান D) ঔরঙ্গজেব
✅ Option: B) জাহাঙ্গীর
Q50. ঔরঙ্গজেব কাকে রাজা উপাধি দিয়েছিলেন?
A) আফজল খাঁ B) শায়েস্তা খাঁ C) শিবাজী D) শম্ভুজি
✅ Option: C) শিবাজী
✅ Correct: 0 | ❌ Wrong: 0 | 🔷 Total Point: 0


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

একটি মন্তব্য পোস্ট করুন (0)