ভারতীয় সংবিধান বিষয় থেকে আসা বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার প্রশ্নপত্র থেকে নেওয়া এই প্রশ্ন ও উত্তর গুলো Indian Constitution MCQ – Section 06 তোমাদের জন্য বাংলায় প্রস্তুত করা হলো।
![]() |
| Indian Constitution MCQ in Bangla – Section 06 |
📚 Indian Constitution MCQ – Section 06
Q1. কততম লোকসভার 5 বছরের অধিক সময় ধরে তার কার্যকারিতা চালায়?
✅ Option: B) পঞ্চম
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q2. জম্মু ও কাশ্মীরে বিধানসভার কার্যকাল হল
✅ Option: B) 6 বছর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q3. ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের কার্যকাল—
✅ Option: C) 6 বছর/65 বছর পর্যন্ত
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q4. ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়?
✅ Option: D) ধর্ম ,ভাষা এবং জাতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q5. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোথায় পঞ্চায়েতিরাজ ব্যবস্থা চালু হয়নি?
✅ Option: A) নাগাল্যান্ড
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q6. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে?
✅ Option: A) রাষ্ট্রপতি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q7. ভারতে 26 জানুয়ারি কী পালিত হয়?
✅ Option: B) প্রজাতন্ত্র দিবস
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q8. কোন সময়ের মধ্যে সমস্ত রাজনৈতিক দলকে নিজের নির্বাচনী প্রচার সম্পন্ন করতে হয়?
✅ Option: B) নির্বাচন প্রক্রিয়ার 48 ঘন্টা আগে
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q9. গ্রাম পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হতে হবে?
✅ Option: C) 21 বছর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q10. সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে?
✅ Option: B) ফেব্রুয়ারি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q11. গণপরিষদের সদস্য যারা সংবিধানের খসড়া প্রস্তুত করেন তারা হলেন?
✅ Option: C) বিভিন্ন অঞ্চলের বিধানসভা দ্বারা নির্বাচিত হন
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q12. নিম্নলিখিত কোনটি ভারত এবং আমেরিকা উভয় সংবিধানেরই একটি বৈশিষ্ট্য?
✅ Option: D) সংবিধানের তত্ত্বাবধায়ক হিসেবে একটি যুক্তরাষ্ট্রীয় সুপ্রিম কোর্টের গঠন
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q13. রাজ্যপালের অতি গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত ক্ষমতা হল—
✅ Option: D) বিধানসভা ভেঙে দেওয়া
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q14. সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে 14 বছরের কম বয়সের কোন শিশুকেই কারখানা বা খনি যেখানে বিপদজনক সেইখানে কাজে নিয়োগ করা উচিত নয়?
✅ Option: A) ধারা 24
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q15. নিম্নলিখিত কোনটি রাজ্য সভায় পেশ করা যায় না?
✅ Option: A) অর্থবিল
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q16. ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে সরকারিভাবে জনগণের দ্বারা রচিত সংবিধানের দাবি করে?
✅ Option: B) 1935
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q17. সংবিধান সভার প্রথম অধিবেশন কবে হয়েছিল?
✅ Option: A) 1946 সালের ডিসেম্বর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q18. ভারতের জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে?
✅ Option: A) জুলাই 1947
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q19. সংবিধান সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
✅ Option: D) সচিদানন্দ সিনহা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q20. সংবিধানের খসড়া কমিটির আগে কে প্রস্তাবনার কথা উত্থাপন করেন?
✅ Option: A) ড. রাজেন্দ্র প্রসাদ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q21. সংবিধান সভার গৃহীত সংবিধানে কে সভাপতি হিসেবে স্বাক্ষর করেন?
✅ Option: C) ড. রাজেন্দ্র প্রসাদ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q22. সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
✅ Option: C) ড. বি আর আম্বেদকর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q23. সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়?
✅ Option: C) 1949 সালের 26 নভেম্বর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q24. পূর্ণাঙ্গভাবে সংবিধান কার্যকারী হওয়ার তারিখ কোনটি?
✅ Option: C) 1950 সালের 26 জানুয়ারি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q25. মূল সংবিধানে কয়টি ধারা ও তফসিল ছিল?
✅ Option: D) 395 টি ধারা ও 8টি তফসিল
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q26. পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ ও পুঙ্খানুপুঙ্খরূপে বিখ্যাত সংবিধান কোন দেশের?
✅ Option: C) ভারতের
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q27. সংবিধানের 42 তম সংশোধন কত সালে গৃহীত হয়?
✅ Option: B) 1976
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q28. মূল সংবিধানে কটি মৌলিক অধিকার স্বীকৃত ছিল?
✅ Option: C) 7
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q29. বর্তমানে সংবিধানে স্বীকৃতি মৌলিক অধিকার কটি?
✅ Option: B) 7
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q30. কোন অধিকারকে ড. বি আর আম্বেদকর ‘সংবিধানের হৃদয় ও আত্মা’ বলে বর্ণনা করেছেন?
✅ Option: C) সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q31. ভারতের নাগরিকত্ব আইন কত সালে প্রবর্তিত হয়?
✅ Option: D) 1955
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q32. সংবিধানের কোন ধারায় সমতার অধিকার ঘোষণা করা হয়েছে?
✅ Option: C) 14-18
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q33. ‘আইনের দৃষ্টিতে সবাই সমান’ বলা হয়েছে কোন ধারায়?
✅ Option: D) ধারা 14
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q34. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় বর্ণিত রয়েছে?
✅ Option: B) 19
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q35. আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় অবস্থিত?
✅ Option: A) কলকাতা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q36. ভারতের রাষ্ট্র ব্যবস্থা হল একটি—
✅ Option: B) যুক্তরাষ্ট্রীয়
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q37. যে দেশের অনুকরণে মৌলিক কর্তব্য সংযোজিত হয় সেটি হল—
✅ Option: D) রাশিয়া
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q38. নির্বাচন কমিশনের নিয়োগ ও যোগ্যতা নির্ধারণ সংবিধানের কোন ধারা অনুযায়ী হয়?
✅ Option: A) 324
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q39. রাষ্ট্রে জরুরি অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন ধারায় বর্ণনা করা আছে?
✅ Option: A) 352- 360
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q40. কোন ধারা অনুযায়ী বহিঃশত্রুর আক্রমণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়?
✅ Option: A) 352
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q41. সংবিধান সংশোধন করার নিয়মাবলী কোন ধারায় বর্ণিত রয়েছে?
✅ Option: D) 368
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q42. ভারতীয় সংবিধানের কোন ধারায় হিন্দিকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে?
✅ Option: D) 343
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q43. ভারতের সুপ্রিম নির্দেশক হলেন কে?
✅ Option: C) রাষ্ট্রপতি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q44. প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষিত হয়?
✅ Option: A) 1962
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q45. রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করতে পারেন?
✅ Option: C) প্রধান বিচারপতি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q46. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে তা পূরণ করার জন্য নির্বাচন করতে হয়?
✅ Option: D) 6 মাস
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q47. উপরাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত হওয়া প্রয়োজন?
✅ Option: A) 35 বছর
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q48. সংসদের পাবলিক একাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করেন?
✅ Option: A) লোকসভার অধ্যক্ষ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q49. ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিককাল তার পদে অলংকৃত ছিলেন?
✅ Option: C) ড. এস রাধাকৃষ্ণাণ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q50. সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
✅ Option: A) লোকসভার স্পিকার
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Correct: 0
Wrong: 0
Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments