Physical Science MCQ – Section (02)

0
Physical Science MCQ – Section (02)

    এই সেকশনটি পদার্থ বিজ্ঞান সম্পর্কিত ৫০টি প্রশ্নের সমন্বয়ে তৈরি, যা বিভিন্ন চাকরির পরীক্ষায় উপকারি হতে পারে। এখানে প্রশ্নগুলি মূলত পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা থেকে যেমন - গতিবিদ্যা, তাপবিদ্যা, বিদ্যুৎ, চুম্বকত্ব, রাসায়নিক প্রতিক্রিয়া, মৌলিক কণিকা, শক্তি এবং পরমাণু বিজ্ঞান - সম্পর্কিত।

📚 Physical Science MCQ – Section (02)

Q1. পরমশূন্য উষ্ণতায় সকল গ্যাসের আয়তন কিরূপ হয়?
A) শূন্য B) একই থাকে C) বৃদ্ধি পায় D) হ্রাস পায়
✅ Option: A) শূন্য
Q2. CFC কথাটির পুরো নাম কী?
A) ক্লোরোফ্লুরোকার্বন B) ক্লোরোফ্লুরোকার্বাইড C) কার্বোফ্লুরোচেন D) কোনোটিই নয়
✅ Option: A) ক্লোরোফ্লুরোকার্বন
Q3. কাপড় কাচার সোডা হল একটি—
A) সোডিয়াম হাইড্রোক্সাইড B) সোডিয়াম কার্বনেট C) ক্যালসিয়াম হাইড্রোক্সাইড D) সোডিয়াম বাই কার্বনেট
✅ Option: B) সোডিয়াম কার্বনেট
Q4. ফল পাকানোর কাজে কী ব্যবহার করা হয়?
A) মিথেন B) ইথেন C) ইথিলিন D) কোনোটিই নয়
✅ Option: C) ইথিলিন
Q5. ধাতুর ওপর দস্তার আস্তরণ দেওয়াকে কী বলে?
A) তড়িৎ লেপন B) দস্তালেপন C) ভালকানাইজেশন D) গ্যালভানাইজেশন
✅ Option: D) গ্যালভানাইজেশন
Q6. পিতলের সংকর ধাতু হল—
A) তামা ও রুপো B) তামা ও দস্তা C) তামা ও টিন D) রুপো ও দস্তা
✅ Option: B) তামা ও দস্তা
Q7. নিচের কোনটি তরল অধাতু?
A) বোরন B) কার্বন C) ব্রোমিন D) আয়োডিন
✅ Option: C) ব্রোমিন
Q8. ‘ দার্শনিকের উল ’ কাকে বলে?
A) জিংক অক্সাইড B) ক্যালসিয়াম অক্সাইড C) অ্যামোনিয়াম অক্সাইড D) সোডিয়াম হাইড্রোক্সাইড
✅ Option: A) জিংক অক্সাইড
Q9. ক্যাথোড রশ্মিতে যে তড়িদাহিত কণা থাকে সেটি কী?
A) প্রোটন B) ইলেকট্রন C) পজিট্রন D) কোনোটিই নয়
✅ Option: B) ইলেকট্রন
Q10. নিচের কোন গ্যাসটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
A) অক্সিজেন B) ওজন C) মিথেন D) ফ্লুরিন
✅ Option: C) মিথেন
Q11. কোন কয়লায় সবচেয়ে বেশি কার্বন পাওয়া যায়?
A) পিট B) বিটুমিনাস C) অ্যানথ্রাসাইট D) লিগনাইট
✅ Option: C) অ্যানথ্রাসাইট
Q12. সবচেয়ে হালকা হাইড্রোকার্বন কোনটি?
A) ইথিলিন B) মিথেন C) ইথেন D) প্রোপেন
✅ Option: B) মিথেন
Q13. হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন কে?
A) ক্যাভেনডিস B) প্রিস্টলে C) ল্যাভয়সিয়র D) কোনোটিই নয়
✅ Option: A) ক্যাভেনডিস
Q14. সোনার অলংকার তৈরির সময় সোনার সঙ্গে খাদ হিসাবে কী মেশানো হয়?
A) পারদ B) রাস্তা C) তামা D) অ্যান্টিমনি
✅ Option: C) তামা
Q15. সবচেয়ে হালকা মৌল কোনটি?
A) হাইড্রোজেন B) নাইট্রোজেন C) হিলিয়াম D) লিথিয়াম
✅ Option: A) হাইড্রোজেন
Q16. সবচেয়ে হালকা ধাতু কোনটি?
A) লিথিয়াম B) ব্রোমিন C) পারদ D) সোডিয়াম
✅ Option: A) লিথিয়াম
Q17. নাইক্রোম ও জার্মান সিলভার শংকর ধাতুতে যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল—
A) রুপো B) ক্রোমিয়াম C) নিকেল D) আয়রন
✅ Option: C) নিকেল
Q18. কার্বনের সবচেয়ে বেশি ঘনত্বের রূপটির নাম কী?
A) গ্রাফাইট B) হীরক C) গ্যাস কার্বন D) কোনোটিই নয়
✅ Option: B) হীরক
Q19. রসায়নাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কী?
A) মিথেন B) ইথার C) ইউরিয়া D) বেনজিন
✅ Option: C) ইউরিয়া
Q20. হাইড্রোজেন বোমায় কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয়?
A) নিউক্লিয় সংযোজন B) নিউক্লিয় বিভাজন C) স্প্যালেশন বিক্রিয়া D) কোনোটিই নয়
✅ Option: A) নিউক্লিয় সংযোজন
Q21. দস্তার সঙ্গে কোন এসিডের বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন প্রস্তুত করা যায়?
A) সালফিউরিক অ্যাসিড B) হাইড্রোক্লোরিক এসিড C) নাইট্রিক অ্যাসিড D) অ্যাসিটিক অ্যাসিড
✅ Option: A) সালফিউরিক অ্যাসিড
Q22. পিঁপড়ের কামড়ে কী নিঃসৃত হয়?
A) ফরমালিন B) ফরমিক এসিড C) ফরম্যালডিহাইড D) ফসফিন
✅ Option: B) ফরমিক এসিড
Q23. ম্যাগনেসিয়াম এর একটি আকরিকের নাম কী?
A) জিপসাম B) ম্যাগনেটটাইট C) ক্যালামাইন D) ডলোমাইট
✅ Option: D) ডলোমাইট
Q24. পারদ ছাড়া অপর তরল ধাতুর নাম কী?
A) প্যালাডিয়াম B) গ্যালিয়াম C) রেডিয়াম D) জার্মেনিয়াম
✅ Option: B) গ্যালিয়াম
Q25. গ্লবার সল্টের রাসায়নিক নাম কী?
A) সোডিয়াম ক্লোরাইড B) সোডিয়াম সালফেট C) সোডিয়াম কার্বনেট D) সোডিয়াম নাইট্রেট
✅ Option: B) সোডিয়াম সালফেট
Q26. নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?
A) নাইট্রিক অক্সাইড B) নাইট্রাস অক্সাইড C) নাইট্রোজেন ডাই অক্সাইড D) জিংক অক্সাইড
✅ Option: B) নাইট্রাস অক্সাইড
Q27. সাবান প্রস্তুতিতে ব্যবহার হয়—
A) ZnO B) CH3COONa C) NaOH D) কোনোটিই নয়
✅ Option: C) NaOH
Q28. রাস্তার হলুদ বাতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
A) সোডিয়াম B) নিয়ন C) আর্গন D) হিলিয়াম
✅ Option: A) সোডিয়াম
Q29. নেলপলিশ রিমুভারে কী থাকে?
A) অ্যাসিটোন B) বেনজিন C) নাইট্রিক অ্যাসিড D) কার্বলিক এসিড
✅ Option: A) অ্যাসিটোন
Q30. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহার করা হয়?
A) এসিটিক অ্যাসিড B) নাইট্রিক অ্যাসিড C) সালফিউরিক অ্যাসিড D) হাইড্রোক্লোরিক অ্যাসিড
✅ Option: C) সালফিউরিক অ্যাসিড
Q31. ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে?
A) বায়ু B) অক্সিজেন C) নিষ্ক্রিয় গ্যাস D) কার্বন ডাই অক্সাইড
✅ Option: C) নিষ্ক্রিয় গ্যাস
Q32. প্রাণীর দাঁত ও হাড়ের মূল উপাদান কী?
A) সোডিয়াম ক্লোরাইড B) ক্যালসিয়াম ক্লোরাইড C) ক্যালসিয়াম ফসফেট D) ক্যালসিয়াম সালফেট
✅ Option: C) ক্যালসিয়াম ফসফেট
Q33. কম্পিউটারের IC চিপ তৈরি করতে কোন ধাতুটি ব্যবহার করা হয়?
A) ক্রোমিয়াম B) আয়রন অক্সাইড C) সিলিকা D) সিলিকন
✅ Option: D) সিলিকন
Q34. মানুষের রক্তের স্বাভাবিক pH মান কত?
A) 5 B) 7.4 C) 9 D) 12
✅ Option: B) 7.4
Q35. হাসপাতালের অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন ছাড়াও আর কোন গ্যাস রাখা হয়?
A) নাইট্রোজেন B) হিলিয়াম C) আর্গন D) কার্বন ডাই অক্সাইড
✅ Option: B) হিলিয়াম
Q36. বায়ুমণ্ডলের কোন গ্যাস দহনে সহায়ক?
A) নাইট্রোজেন B) অক্সিজেন C) জলীয় বাষ্প D) কার্বন ডাই অক্সাইড
✅ Option: B) অক্সিজেন
Q37. বিশুদ্ধ জলের pH মাত্রা কত?
A) <7 span=""> B) >7 C) 0 D) 7
✅ Option: D) 7
Q38. ‘কপার ডেমন’ বলতে কোন ধাতুকে বোঝায়?
A) টিন B) নিকেল C) দস্তা D) লোহা
✅ Option: B) নিকেল
Q39. অ্যালুমিনিয়াম নিষ্কাশনের পদ্ধতিকে কী বলে?
A) ডাউন পদ্ধতি B) হেবার পদ্ধতি C) হল পদ্ধতি D) স্পর্শ পদ্ধতি
✅ Option: C) হল পদ্ধতি
Q40. কোন কণার ভর সবচেয়ে কম?
A) আলফা B) বিটা C) গামা D) ফোটন
✅ Option: D) ফোটন
Q41. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটির নাম কী?
A) অক্সিজেন B) ক্লোরিন C) ফ্লুরিন D) নাইট্রোজেন
✅ Option: C) ফ্লুরিন
Q42. লেড পেন্সিলের সিস কী দিয়ে তৈরি?
A) গ্রাফাইট B) সিসা C) ব্রিমস্টোন D) চারকোল
✅ Option: A) গ্রাফাইট
Q43. দর্পণে প্রলেপ দিতে কী ব্যবহার করা হয়?
A) সিলভার নাইট্রেট B) জিংক নাইট্রেট C) সিলভার অক্সাইড D) পিচব্লেন্ড
✅ Option: A) সিলভার নাইট্রেট
Q44. পদার্থের চতুর্থ অবস্থাটি কোনটি?
A) পারদ B) এল পি জি C) শুষ্ক বরফ D) প্লাজমা
✅ Option: D) প্লাজমা
Q45. LPG গ্যাস তৈরীর প্রধান উপাদান কী?
A) বিউটেন ও প্রোপেন B) প্রোপেন ও মিথেন C) মিথেন ও ইথেন D) ইথেন ও বিউটেন
✅ Option: A) বিউটেন ও প্রোপেন
Q46. পারসেক দিয়ে কী মাপা হয়?
A) নক্ষত্রদের ঘনত্ব B) মহাকাশীয় দূরত্ব C) মহাকাশীয় বস্তুর উজ্জ্বলতা D) বিশাল নক্ষত্রদের কক্ষীয় গতিবেগ
✅ Option: B) মহাকাশীয় দূরত্ব
Q47. চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়?
A) পিউপিল B) আইরিশ C) কর্নিয়া D) কোরয়েড
✅ Option: B) আইরিশ
Q48. আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি কী রকম?
A) উপবৃত্তাকার B) গোলাকার C) সর্পিলাকার D) কোনোটিই নয়
✅ Option: C) সর্পিলাকার
Q49. স্থির অবস্থায় একটি বস্তুর থাকে—
A) দ্রুতি B) বেগ C) ভরবেগ D) শক্তি
✅ Option: D) শক্তি
Q50. জিপসাম কোন ধাতুর আকরিক?
A) লোহা B) ক্যালসিয়াম C) সোডিয়াম D) ম্যাগনেসিয়াম
✅ Option: B) ক্যালসিয়াম
Correct: 0 Wrong: 0 Total Point: 0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

একটি মন্তব্য পোস্ট করুন (0)