Biological Science MCQ – Section (04)

0

Biological Science MCQ – Section (04) In Bengal | Today gk guide

50 questions Biological Science in bengla Multiple-choice questions on biological science for competitive exams, presented in Bengali. Biological science MCQs in Bengali, tailored for students preparing for competitive exams. Bengali multiple-choice questions for biological science, designed for competitive exam preparation.
Biological Science

স্বাগতম Today GK Guide viewers! 

আজকের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে হলে বিজ্ঞান বিষয়ক ভাল ধারণা রাখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে বহু MCQ আসে। তাই আমরা তুলে ধরেছি বিজ্ঞান ভিত্তিক MCQ প্রশ্ন ও উত্তর, যেগুলি বিগত পরীক্ষায় এসেছে বা ভবিষ্যতে আসার সম্ভাবনা রয়েছে।

📚 Biological Science MCQ – Section (04)

Q1. শ্বসনকালে কটি ATP অণু উৎপন্ন হয়?
A) 30 B) 35 C) 38 D) 40
✅ Option: C) 38
ব্যাখ্যা: Not available
Q2. মানুষের শরীরে রক্তে অক্সিজেনের বাহক কে?
A) হিমোগ্লোবিন B) লোহিত কণিকা C) শ্বেতকণিকা D) লসিকা
✅ Option: A) হিমোগ্লোবিন
ব্যাখ্যা: Not available
Q3. নিচের কোন প্রোটিন পরিপাককারী উৎসেচকটি মানবদেহে থাকে না?
A) ট্রিপসিন B) কাইমোট্রিপসিন C) রেনিন D) পেপসিন
✅ Option: C) রেনিন
ব্যাখ্যা: Not available
Q4. শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদের নাম কী?
A) নস্টক B) লাইকেন C) রাস্না D) রাফেলেশিয়া
✅ Option: B) লাইকেন
ব্যাখ্যা: Not available
Q5. বাষ্পমোচন কখন বেশি হয়?
A) গ্রীষ্মকালে B) বর্ষাকালে C) শরৎকালে D) শীতকালে
✅ Option: A) গ্রীষ্মকালে
ব্যাখ্যা: Not available
Q6. প্রধান শ্বসনবস্তু কী?
A) শ্বেতসার B) লিপিড C) সুক্রোজ D) গ্লুকোজ
✅ Option: D) গ্লুকোজ
ব্যাখ্যা: Not available
Q7. শ্বাস-প্রশ্বাসের সময় অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিক রঞ্জক পদার্থটির নাম কী?
A) ক্লোরোক্লোরিন B) হিমোসায়ানিন C) হিমু এরিথ্রিন D) হিমোগ্লোবিন
✅ Option: B) হিমোসায়ানিন
ব্যাখ্যা: Not available
Q8. একক শর্করাকে কী বলা হয়?
A) মনোস্যাকারাইড B) পলিস্যাকারাইড C) ডাইস্যাকারাইড D) কোনোটিই নয়
✅ Option: A) মনোস্যাকারাইড
ব্যাখ্যা: Not available
Q9. স্নেহজাত পদার্থের ক্যালরি মূলত কত?
A) 4.1 kcal B) 4.5 kcal C) 9.3 kcal D) 7.3 kcal
✅ Option: C) 9.3 kcal
ব্যাখ্যা: Not available
Q10. মানুষের জিভে ঘা কোন ভিটামিনের অভাবে হয়?
A) কোলিন B) রাইবোফ্ল্যাভিন C) বায়োটিন D) ফাইলোকুইনোন
✅ Option: B) রাইবোফ্ল্যাভিন
ব্যাখ্যা: Not available
Q11. স্কার্ভি কোন ভিটামিনের অভাবে হয়?
A) A B) B C) C D) D
✅ Option: C) C
ব্যাখ্যা: Not available
Q12. নিচের কোন ভিটামিন জলে দ্রাব্য?
A) A B) B C) D D) E
✅ Option: B) B
ব্যাখ্যা: Not available
Q13. নিচের কোন ভিটামিনটি স্নেহ পদার্থের দ্রব্য?
A) B B) C C) K D) কোনোটিই নয়
✅ Option: C) K
ব্যাখ্যা: Not available
Q14. চিংড়ি মাছের রক্তের রঞ্জক পদার্থটির নাম কী?
A) হিমোগ্লোবিন B) হিমোসায়ানিন C) হিমোএরিথ্রিন D) মায়োগ্লোবিন
✅ Option: B) হিমোসায়ানিন
ব্যাখ্যা: Not available
Q15. মানবদেহের হৃদপিন্ডের স্বাভাবিক গড় ওজন কত?
A) 250 গ্রাম B) 280 গ্রাম C) 300 গ্রাম D) 350 গ্রাম
✅ Option: C) 300 গ্রাম
ব্যাখ্যা: Not available
Q16. উদ্ভিদের বৃদ্ধির সহায়ক হরমোনের নাম কী?
A) অক্সিন B) জিব্বারেলিন C) সাইটোকাইনিন D) জুভেনাইল
✅ Option: A) অক্সিন
ব্যাখ্যা: Not available
Q17. রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রক হরমোন কোনটি?
A) থাইমোসিন B) ইনসুলিন C) ইনসুলিন ও গ্লুকাগন D) অ্যাড্রিনালিন
✅ Option: C) ইনসুলিন ও গ্লুকাগন
ব্যাখ্যা: Not available
Q18. ডায়াবেটিস মেলিটাস কোন হরমোনের অভাবে হয়?
A) গ্লুকাগন B) ইনসুলিন C) গ্যাস্ট্রিন D) ইস্ট্রোজেন
✅ Option: B) ইনসুলিন
ব্যাখ্যা: Not available
Q19. বংশগতিবিদ্যার জনক কাকে বলা হয়?
A) মেন্ডেল B) মেন্ডেলিভ C) ল্যামার্ক D) বেনেডেন
✅ Option: A) মেন্ডেল
ব্যাখ্যা: Not available
Q20. ‘ জীব বিদ্যার নিউটন ’ কাকে বলা হয়?
A) স্লেইডন B) লিনিয়াস C) ল্যামার্ক D) ডারউইন
✅ Option: D) ডারউইন
ব্যাখ্যা: Not available
Q21. একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের গড় ওজন কত?
A) 1.2 kg B) 1.8 kg C) 1.36 kg D) 1.5 kg
✅ Option: C) 1.36 kg
ব্যাখ্যা: Not available
Q22. জেনেটিক কোডের আবিষ্কর্তা কে?
A) ড. এস স্বামীনাথন B) ড. রোনাল্ড রস C) ড. খোরানা D) জোহানসন
✅ Option: C) ড. খোরানা
ব্যাখ্যা: Not available
Q23. কফি কী থেকে প্রস্তুত করা হয়?
A) বীজ B) ছাল C) ফুল D) পাতা
✅ Option: A) বীজ
ব্যাখ্যা: Not available
Q24. যেসব উদ্ভিদ বরফের উপরে জন্মায় তাদেরকে কী বলে?
A) আইসোফাইট B) ক্রায়োফাইট C) হ্যালোফাইট D) হাইড্রোফাইট
✅ Option: B) ক্রায়োফাইট
ব্যাখ্যা: Not available
Q25. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম কী?
A) অক্সিন B) জিব্বারেলিন C) সাইটোকাইনিন D) ইথিলিন
✅ Option: D) ইথিলিন
ব্যাখ্যা: Not available
Q26. ত্বকের অনুভূতির সংগ্রাহক হলো—
A) এক্সোডারমিস B) এপিডারমিস C) অ্যান্ডোডারমিস D) ফটোলাইসিস
✅ Option: B) এপিডারমিস
ব্যাখ্যা: Not available
Q27. ফুসফুসের আবরণকে কী বলা হয়?
A) প্লুরা B) প্লাসেন্টা C) হৃদয় ঝিল্লি D) সবকটি
✅ Option: A) প্লুরা
ব্যাখ্যা: Not available
Q28. হৃদপিন্ডের আবরণ কে কী বলা হয়?
A) পেরিকার্ডিয়াম B) প্লাসেন্টা C) রেটিকুলাম D) কোনোটিই নয়
✅ Option: A) পেরিকার্ডিয়াম
ব্যাখ্যা: Not available
Q29. সূর্যের আলোয় কোন ভিটামিন পাওয়া যায়?
A) ভিটামিন A B) ভিটামিন B C) ভিটামিন C D) ভিটামিন D
✅ Option: D) ভিটামিন D
ব্যাখ্যা: Not available
Q30. সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে?
A) কার্বোহাইড্রেট B) প্রোটিন C) স্নেহ জাতীয় D) লবণ
✅ Option: C) স্নেহ জাতীয়
ব্যাখ্যা: Not available
Q31. ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়?
A) পিটুইটারি গ্রন্থি B) থাইরয়েড গ্রন্থি C) অগ্ন্যাশয় D) অ্যাড্রিনাল গ্রন্থী
✅ Option: C) অগ্ন্যাশয়
ব্যাখ্যা: Not available
Q32. আপৎকালীন হরমোন কোনটি?
A) অ্যাড্রিনালিন B) বৃদ্ধি হরমোন C) থাইরয়েড উদ্দীপক হরমোন D) অক্সিন
✅ Option: A) অ্যাড্রিনালিন
ব্যাখ্যা: Not available
Q33. সালোকসংশ্লেষে সক্ষম প্রাণীটির নাম কী?
A) অ্যামিবা B) প্যারামিসিয়াম C) ইউগ্লিনা D) তারা মাছ
✅ Option: C) ইউগ্লিনা
ব্যাখ্যা: Not available
Q34. সালোকসংশ্লেষ পাতার কোন কলায় সংঘটিত হয়?
A) ভাজক কলা B) মেসোফিল কলা C) সংবহন কলা D) কোনটিই নয়
✅ Option: B) মেসোফিল কলা
ব্যাখ্যা: Not available
Q35. মানবদেহে কোন মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে?
A) হাইড্রোজেন B) কার্বন C) অক্সিজেন D) নাইট্রোজেন
✅ Option: C) অক্সিজেন
ব্যাখ্যা: Not available
Q36. মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ গ্রন্থের নাম কী?
A) কিডনি B) লিভার C) মূত্রথলি D) হৃদপিণ্ড
✅ Option: B) লিভার
ব্যাখ্যা: Not available
Q37. পেনিসিলিয়াম কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
A) শৈবাল B) ছত্রাক C) মস D) ব্যাকটেরিয়া
✅ Option: B) ছত্রাক
ব্যাখ্যা: Not available
Q38. বংশগতির একক কী?
A) নেফ্রন B) ডিম্বাণু C) জাইগোট D) জিন
✅ Option: D) জিন
ব্যাখ্যা: Not available
Q39. মানবদেহে কাকে রাসায়নিক দূত বলা হয়?
A) উৎসেচক B) হরমোন C) শুক্রাণু D) লসিকা
✅ Option: B) হরমোন
ব্যাখ্যা: Not available
Q40. কুকুরের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ?
A) ত্বক B) লোম C) জিহ্বা D) নাক
✅ Option: C) জিহ্বা
ব্যাখ্যা: Not available
Q41. মানবদেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কী?
A) সেরিব্রাম B) হাইপোথ্যালামাস C) এপিসেরিব্রাম D) কোনোটিই নয়
✅ Option: A) সেরিব্রাম
ব্যাখ্যা: Not available
Q42. মানবদেহের গড় রক্তচাপ কত?
A) 60-80 mm Hg B) 80-120 mm Hg C) 80-100 mm Hg D) 100-160 mm Hg
✅ Option: B) 80-120 mm Hg
ব্যাখ্যা: Not available
Q43. উদ্ভিদের ক্লোরোসিস হয় কোনটির অভাবে?
A) Ca B) Fe C) Al D) N
✅ Option: B) Fe
ব্যাখ্যা: Not available
Q44. কোন শ্রেণীর রক্তকে সর্বজনীন গৃহীতা বলা হয়?
A) O B) A C) B D) AB
✅ Option: D) AB
ব্যাখ্যা: Not available
Q45. কোন শ্রেণীর রক্তকে সর্বজনীন দাতা বলা হয়?
A) O B) A C) B D) AB
✅ Option: A) O
ব্যাখ্যা: Not available
Q46. মানবদেহের অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে?
A) প্লীহা B) যকৃত C) অগ্ন্যাশয় D) পিত্তথলি
✅ Option: B) যকৃত
ব্যাখ্যা: Not available
Q47. ব্যথা ও জ্বরের জন্য নিজের কোন ওষুধটি বহুল প্রচলিত?
A) মরফিন B) অ্যাট্রোপিন C) অ্যাসপিরিন D) ডাটুরিন
✅ Option: C) অ্যাসপিরিন
ব্যাখ্যা: Not available
Q48. আয়োডিনের অভাবে কী রোগ হয়?
A) বেরিবেরি B) প্লেগ C) গলগন্ড D) রাতকানা
✅ Option: C) গলগন্ড
ব্যাখ্যা: Not available
Q49. পেনিসিলিয়াম কে আবিষ্কার করেন?
A) আলেকজান্ডার ফ্লেমি B) আলেকজান্ডার দ্য গ্রেট C) উইলিয়াম হার্ভে D) প্রিস্টলি
✅ Option: A) আলেকজান্ডার ফ্লেমি
ব্যাখ্যা: Not available
Q50. ডায়ালিসিস করানো হয় কোন অঙ্গের কাজ ব্যাহত হলে?
A) যকৃত B) অগ্ন্যাশয় C) বৃক্ক D) পাকস্থলী
✅ Option: C) বৃক্ক
ব্যাখ্যা: Not available
Correct: 0 Wrong: 0 Total Point: 0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

একটি মন্তব্য পোস্ট করুন (0)