📚 ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব ৪
Q1. বিশ্বের মধ্যে সর্বাধিক ভূমিকম্প কোথায় হয়?
✅ Option: B) জাপান
Q2. পরিক্রমণের সময় সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হয় কোন তারিখে?
✅ Option: A) 3 জানুয়ারি
Q3. সূর্যগ্রহণ কখন হয় ?
✅ Option: D) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে
Q4. পৃথিবীকে ঘিরে পূর্ব-পশ্চিমে যে রেখা কল্পনা করা হয় তার নাম কী?
✅ Option: C) নিরক্ষরেখা
Q5. চন্দ্রগ্রহণ কখন হয় ?
✅ Option: B) পৃথিবী, সূর্য ও চাঁদের মাঝে আসে
Q6. পৃথিবীর অন্যান্য দেশের সময় নির্ধারণ করার জন্য কোন স্থানের সময়কে ভিত্তি ধরা হয়?
✅ Option: B) গ্রিনিচ
Q7. পৃথিবীর আদি বা প্রাথমিক শিলার নাম কী?
✅ Option: C) আগ্নেয় শিলা
Q8. ভূত্বকের অধিকাংশ কোন শিলা দ্বারা গঠিত?
✅ Option: C) আগ্নেয় শিলা
Q9. দক্ষিণ মেরুতে ভারতে যে তৃতীয় গবেষণাগারটি তৈরি হয়েছে তার নাম কী?
✅ Option: B) ভারতী
Q10. ভারতের প্রথম অ্যান্টার্কটিক গবেষণাগারের নাম কী?
✅ Option: C) গঙ্গোত্রী
Q11. কোন ভারতীয় গবেষণাগারটি বর্তমানে অকার্যকর এবং বরফে ঢাকা পড়ে গেছে?
✅ Option: B) গঙ্গোত্রী
Q12. ভারতের অ্যান্টার্কটিক গবেষণাগার মৈত্রী" কোন স্থানে অবস্থিত?"
✅ Option: C) শিরমাচার মরুদ্যান
Q13. ভারতের মোট কতটি অ্যান্টার্কটিক গবেষণা কেন্দ্র স্থাপিত হয়েছে?
✅ Option: B) 3 টি
Q14. কয়লা ও খনিজ তেল পাওয়া যায় কোন শিলায় ?
✅ Option: D) পাললিক শিলায়
Q15. বিশ্বের উচ্চতম মালভূমির নাম কী?
✅ Option: C) পামির
Q16. বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ এর নাম কী?
✅ Option: B) মাজুলী
Q17. মাজুলী দ্বীপ' কোন নদীর দ্বীপ ?
✅ Option: C) ব্রহ্মপুত্র
Q18. চলমান বরফের স্তুপকে কী বলা হয়?
✅ Option: B) হিমবাহ
Q19. রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়াড়িকে কী বলা হয়?
✅ Option: A) বার্খান
Q20. রাজস্থানে সবচেয়ে বেশি মরুভূমি অঞ্চল কোন জেলায় অবস্থিত?
✅ Option: D) জয়সলমের
Q21. থার মরুভূমি প্রধানত কোন ধরনের জলবায়ুর অধীন?
✅ Option: A) উষ্ণ ও শুষ্ক
Q22. রাজস্থানের কোন নদী মরুভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়?
✅ Option: B) লুনি
Q23. থার মরুভূমিতে কোন প্রকার চাষ বেশি হয়?
✅ Option: C) বাজরা ও রাগি
Q24. বিশ্বের বৃহত্তম হিমবাহের নাম কী?
✅ Option: B) ল্যাম্বার্ট হিমবাহ
Q25. ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?
✅ Option: C) সিয়াচেন
Q26. মেঘ, ঝড়, বৃষ্টি বায়ুমণ্ডলের যে স্তরে সীমাবদ্ধ তার নাম কী?
✅ Option: B) ট্রপোস্ফিয়ার
Q27. ভারতের 1 নং জাতীয় জলপথ (National Waterway 1) কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত?
✅ Option: A) প্রয়াগরাজ - হালদিয়া
Q28. দ্রুত গতি সম্পন্ন জেট বিমান গুলি বায়ুমন্ডলের কোন স্তরের মধ্য দিয়ে চলাচল করে ?
✅ Option: C) স্ট্র্যাটোস্ফিয়ার
Q29. বায়ুর দ্বারা সঞ্চিত ধূলিকণার স্তর জমে যে সমভূমি গঠিত হয়, তাকে কী বলা হয়?
✅ Option: B) লোয়েস সমভূমি
Q30. পার্বত্য অঞ্চলের নদী উপত্যকার আকৃতি কী রকম?
✅ Option: A) V আকৃতি
Q31. 40° দক্ষিণ অক্ষাংশের অঞ্চল আর কী নামে পরিচিত?
✅ Option: D) গর্জনশীল চল্লিশা
Q32. বিশ্বের বৃহত্তম স্বাদু জলের হ্রদের নাম কী?
✅ Option: B) সুপিরিয়র
Q33. বিশ্বের গভীরতম হ্রদের নাম কী?
✅ Option: A) বৈকাল হ্রদ
Q34. বিশ্বের বৃহত্তম হ্রদ এর নাম কী?
✅ Option: A) কাস্পিয়ান সাগর
Q35. আলপস পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ Option: B) মন্ট ব্লাঙ্ক
Q36. ইউরোপের বৃহত্তম নদীর নাম কী?
✅ Option: C) ভোলগা নদী
Q37. কৃষ্ণ মৃত্তিকা ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দেখা যায় ?
✅ Option: C) মহারাষ্ট্র
Q38. ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সর্বনিম্ন?
✅ Option: A) অরুণাচল প্রদেশ
Q39. নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি জলবিদ্যুৎ প্রকল্প?
✅ Option: B) ভাকড়া নাঙ্গল প্রকল্প
Q40. বিশ্বের বৃহত্তম ম্যাঙ্গানিজ ভান্ডারের নাম কী?
✅ Option: B) নিকোপোল বেসিন
Q41. পৃথিবীর বৃহত্তম দ্বীপ এর নাম কী?
✅ Option: C) গ্রীনল্যান্ড
Q42. মৃত্যুর উপত্যকা (Death Valley) কোথায় অবস্থিত?
✅ Option: A) উত্তর আমেরিকা
Q43. রাঢ় অঞ্চলে কোন শ্রেণীর মৃত্তিকা দেখা যায়?
✅ Option: C) ল্যাটেরাইট
Q44. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ Option: B) গোর্গাবুরু
Q45. ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত?
✅ Option: C) দেরাদুন
Q46. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ Option: B) সান্দাকফু
Q47. দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে তৈরি হয়েছে—
✅ Option: B) রূপনারায়ণ
Q48. ‘ঘানা পাখিরালয়’ কোন রাজ্যে অবস্থিত?
✅ Option: B) রাজস্থান
Q49. বন্য প্রাণী গাধার জন্য সংরক্ষিত অভয়ারণ্যটি কোথায়?
✅ Option: A) কচ্ছের রানে
Q50. ভারতের দীর্ঘতম জাতীয় সড়কের নাম কী?
✅ Option: C) NH 7
✅ Correct: 0 |
❌ Wrong: 0 |
🔷 Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments