📚 ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব ৩
Q1. ল্যাটেরাইট মাটি কোথায় দেখা যায় ?
✅ Option: D) সবকটি
Q2. কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কী ধরনের মৃত্তিকা উপযুক্ত ?
✅ Option: C) কৃষ্ণ মৃত্তিকা
Q3. ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত ?
✅ Option: B) তামিলনাড়ু
Q4. পৃথিবীর বৃহত্তম স্বর্ণ উৎপাদনকারী দেশ কোনটি ?
✅ Option: C) চীন
Q5. ভারতের ধানের গোলা বলা হয় কোন অঞ্চলকে ?
✅ Option: D) অন্ধ্রপ্রদেশ
Q6. ভারতের কোন রাজ্য পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ?
✅ Option: B) পশ্চিমবঙ্গ
Q7. পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হলো—
✅ Option: B) ব্রাজিল
Q8. ভারতের বৃহত্তম বন্দরের নাম কী?
✅ Option: B) মুম্বাই
Q9. নিম্নলিখিত কোন ফসলের ক্ষেত্রে বীজ বপনের আগে তাকে জল সিক্ত করা হয় ?
✅ Option: C) ধান
Q10. তামিলনাড়ুর প্রধান বাণিজ্য শস্য কোনটি?
✅ Option: C) কার্পাস
Q11. নীলগিরি অঞ্চলে কোন বাণিজ্য শস্য বেশি চাষ হয়?
✅ Option: B) চা
Q12. তামিলনাড়ুতে কাপাস চাষ প্রধানত কোথায় হয়?
✅ Option: B) দক্ষিণ -পশ্চিম অঞ্চল
Q13. মাওরি উপজাতি কোথায় বাস করে ?
✅ Option: A) নিউজিল্যান্ড
Q14. বায়ুমন্ডলের সর্ববহিস্থ স্তর কোনটি ?
✅ Option: A) এক্সোস্ফিয়ার
Q15. নিম্নলিখিত কোন রাজ্যে পলিমাটি দেখা যায় না ?
✅ Option: B) মধ্যপ্রদেশ
Q16. ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে এবং কার্যকারী বিভাগে ভাগ করা হয়েছে ?
✅ Option: A) ১৬ অঞ্চল এবং ৬৮ বিভাগ
Q17. দক্ষিণ-পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
✅ Option: B) হুবল্লি
Q18. জওহর সুরঙ্গ (Jawahar Tunnel) কোথায় অবস্থিত?
✅ Option: D) জম্মু-কাশ্মীর
Q19. কোন রেল সাধারন মানুষের কথা মাথায় রেখে সম্পূর্ণ এসি শ্রেণীর চালু করা হয়েছে ?
✅ Option: C) গরিব রথ এক্সপ্রেস
Q20. ভারতীয় রেলওয়ে এর কোন ক্ষেত্র থেকে সবচেয়ে বেশি ইনকাম হয় ?
✅ Option: C) মালপত্র বহন
Q21. দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে কি বলা হয় ?
✅ Option: C) যোজক
Q22. সুনামি কী ?
✅ Option: C) সামুদ্রিক জলস্ফীতি
Q23. সুনামির প্রধান কারণ কী?
✅ Option: C) ভূমিকম্প
Q24. ২০০৪ সালের সুনামির উৎপত্তিস্থল কোথায় ছিল?
✅ Option: D) ভারত মহাসাগর
Q25. সুনামি কোন অঞ্চলে বেশি ঘটে?
✅ Option: C) সমুদ্র ও উপকূলীয় অঞ্চল
Q26. সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
✅ Option: B) জাপানি
Q27. লোহিত সাগর একটি কী ধরনের গঠন?
✅ Option: B) গ্রস্ত গঠন
Q28. লোহিত সাগর কোন ধরনের গঠনের উদাহরণ?
✅ Option: B) রিফ্ট ভ্যালি
Q29. লোহিত সাগর কোন ধরনের সাগর?
✅ Option: C) আন্তঃস্থলীয় সাগর
Q30. নিম্নলিখিত কোন রাজ্যে তপশিলি জাতিভুক্ত (SC) লোকেরা সংখ্যায় সর্বাধিক?
✅ Option: C) উত্তর প্রদেশ
Q31. ভারতের জলপথের সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত ?
✅ Option: C) ১২ নটিক্যাল মাইল
Q32. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে ?
✅ Option: C) স্ট্রাটোস্ফিয়ার
Q33. পৃথিবীর বাইরের মহাকাশের বর্ণ/রং কেমন ?
✅ Option: C) কালো
Q34. ভারতের কোন অঞ্চলে সর্বনিম্ন বর্ষণ হয় ?
✅ Option: C) জয়সালমীর
Q35. নিম্নলিখিত কোন রাজ্যটি ভারতের বৃহত্তম রাজ্য (ক্ষেত্রফলের ভিত্তিতে)?
✅ Option: C) রাজস্থান
Q36. ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় ?
✅ Option: C) ঝাড়খন্ড
Q37. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কত ?
✅ Option: B) 8
Q38. সর্বাধিক বিধ্বংসী ভূমিকম্প তরঙ্গের নাম কী?
✅ Option: A) L তরঙ্গ
Q39. বায়ুমন্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে ?
✅ Option: A) আয়োনোস্ফিয়ার
Q40. নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি?
✅ Option: B) ব্রহ্মপুত্র
Q41. বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
✅ Option: C) কর্ণাটক
Q42. সর্বাধিক তা উৎপাদনকারী রাজ্য সমূহ—
✅ Option: D) পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক
Q43. নিম্নলিখিত কোন নদীর অববাহিকা বৃহত্তম?
✅ Option: B) গঙ্গা
Q44. নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত ?
✅ Option: D) নর্মদা
Q45. পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত গ্রহের নাম কী?
✅ Option: A) শুক্র
Q46. সূর্যের সবচেয়ে বাইরের স্তরের নাম কী?
✅ Option: B) করোনা
Q47. আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমার মান কত?
✅ Option: A) 180°
Q48. 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়?
✅ Option: C) 4 মিনিট
Q49. 1' (এক মিনিট) দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়?
✅ Option: C) 4 সেকেন্ড
Q50. সিসমোগ্রাফ যন্ত্র দিয়ে কী মাপা হয় ?
✅ Option: B) ভূমিকম্পের তীব্রতা
✅ Correct: 0 |
❌ Wrong: 0 |
🔷 Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments