Geography MCQ Section (02)

0

 

ভূগোল MCQ প্রশ্ন ও উত্তর ব্যানার | সরকারি চাকরির প্রস্তুতি

 Hello Today GK Guide Viewer!

এই পর্বে আমরা নিয়ে এসেছি ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব 2, যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন ৫০টি গুরুত্বপূর্ণ ভূগোল ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা সাহায্য করবে SSC, RRB, WBCS, রাজ্য সরকারী চাকরি, UPSC সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।

আজকের এই সেটে আপনি পাবেন –ভারতের ভূগোল,পৃথিবীর আকৃতি,নদী, পর্বত, মরুভূমি সহ গুরুত্বপূর্ণ টপিক কভার করে এমন প্রশ্ন।

যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা জেনারেল নলেজ (GK) বাড়াতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত রিসোর্স।

প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক উত্তর দেওয়া রয়েছে যাতে আপনি নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। নীচে প্রশ্নোত্তরের তালিকা শুরু হচ্ছে – নিয়মিত পড়তে থাকুন এবং পোস্টটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন!

ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব 2


Q1. পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
A) রেঙ্গুন B) কাঠমান্ডু C) হিমাচল প্রদেশ D) বেজিং
✅ Option: C) হিমাচল প্রদেশ
Q2. ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দরের নাম কী?
A) কলকাতা B) চেন্নাই C) তুতিকোরিন D) বিশাখাপত্তনম
✅ Option: D) বিশাখাপত্তনম
Q3. কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত ?
A) কোশী B) বিতস্তা C) বিপাশা D) শতদ্রু
✅ Option: D) শতদ্রু
Q4. নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে ?
A) মাদাগাস্কার B) তাসমানিয়া C) জাভা D) বোনিও
✅ Option: D) বোনিও
Q5. সেন্ট হেলেনস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?
A) চিলি B) জাপান C) ফিলিপিন D) আমেরিকা যুক্তরাষ্ট্র
✅ Option: D) আমেরিকা যুক্তরাষ্ট্র
Q6. হীরাকুঁদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
A) মধ্যপ্রদেশ B) ওড়িশা C) উত্তর প্রদেশ D) পাঞ্জাব
✅ Option: B) ওড়িশা
Q7. ভারতে সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম কী ?
A) রাজস্থান B) গুজরাট C) উত্তর প্রদেশ D) মধ্যপ্রদেশ
✅ Option: D) মধ্যপ্রদেশ
Q8. ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?
A) গুজরাট B) রাজস্থান C) মহারাষ্ট্র D) মধ্যপ্রদেশ
✅ Option: D) মধ্যপ্রদেশ
Q9. নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত ?
A) আনাই মালাই B) কার্ডামম C) নীলগির D) শেভরয়
✅ Option: C) নীলগির
Q10. ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর হয় ?
A) ২ বছর B) ৫ বছর C) ৭ বছর D) ১০ বছর
✅ Option: D) ১০ বছর
Q11. বেদনথঙ্গন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
A) তামিলনাড়ু B) কেরল C) অন্ধ্রপ্রদেশ D) কর্ণাটক
✅ Option: A) তামিলনাড়ু
Q12. মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কী?
A) টাইফুন B) টর্নেডো C) ব্লিজার্ড D) মেরু বায়ু
✅ Option: C) ব্লিজার্ড
Q13. কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় ?
A) নাতিশীতোষ্ণ চিরহরিৎ অরণ্য B) পর্ণমোচী অরণ্য C) ক্রান্তীয় তৃণভূমি অরণ্য D) কোনোটিই নয়
✅ Option: B) পর্ণমোচী অরণ্য
Q14. নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর (বিস্তৃতির সাপেক্ষে )?
A) আটলান্টিক মহাসাগর B) ভারত মহাসাগর C) প্রশান্ত মহাসাগর D) আর্কিটেক্ট মহাসাগর
✅ Option: C) প্রশান্ত মহাসাগর
Q15. দক্ষিণ-পশ্চিম রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A) কলকাতা B) খড়গপুর C) মালেগাঁও D) আদ্রা
✅ Option: A) কলকাতা
Q16. রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
A) বরোদা B) আমেদাবাদ C) জয়পুর D) লখনও
✅ Option: A) বরোদা
Q17. গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
A) গুয়াহাটি B) নিউ দিল্লি C) আমেদাবাদ D) মুম্বাই
✅ Option: A) গুয়াহাটি
Q18. আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস কোন দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে ?
A) নিউ দিল্লি টু হাওড়া B) নিউ দিল্লি টু চেন্নাই C) নিউ দিল্লি টু মুম্বাই D) নিউ দিল্লি টু হায়দ্রাবাদ
✅ Option: C) নিউ দিল্লি টু মুম্বাই
Q19. উন্নত ধরনের ভুট্টার বীজ কোনটি ?
A) সোনালিকা B) পুসা— ১০১ C) রঞ্জিত D) পদ্ম
✅ Option: B) পুসা— ১০১
Q20. উত্তর-পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
A) জয়পুর B) কলকাতা C) দিষপুর D) তেজপুর
✅ Option: A) জয়পুর
Q21. শতাব্দি এক্সপ্রেস কত সালে চালু হয় ?
A) 1969 B) 1972 C) 1988 D) 1977
✅ Option: C) 1988
Q22. রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত ?
A) পেরাম্বুরে B) ইয়েলাহাংকায় C) পাতিয়ালায় D) কপুরথালায়
✅ Option: D) কপুরথালায়
Q23. সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে ?
A) দিল্লি এবং ইসলামাবাদ B) কানডালা এবং করাচি C) হাওড়া এবং ঢাকা D) আটারি এবং অমৃতসর
✅ Option: D) আটারি এবং অমৃতসর
Q24. কোঙ্কন রেলওয়ে প্রকল্প কোন দুটি শহরকে যুক্ত করেছে ?
A) এরনাকুলম-ম্যাঙ্গালোর B) মুম্বাই-গোয়া C) কুইলন-ম্যাঙ্গালোর D) রোহা-ম্যাঙ্গালোর
✅ Option: D) রোহা-ম্যাঙ্গালোর
Q25. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) কোথায় অবস্থিত ?
A) বেঙ্গালুরু B) হায়দ্রাবাদ C) মুম্বাই D) আমেদাবাদ
✅ Option: A) বেঙ্গালুরু
Q26. ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে ?
A) 6 B) 9 C) 12 D) 16
✅ Option: D) 16
Q27. নিম্নলিখিত কোন পণ্য সামগ্রী ভারতীয় রেলওয়ে কর্তৃক প্রচুর পরিমাণে পরিবাহিত হয় ?
A) সিমেন্ট B) কয়লা C) লৌহ আকরিক D) খাদ্যশস্য
✅ Option: B) কয়লা
Q28. পূর্ব ও মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A) পাটনা B) হাজীপুর C) গোরখপুর D) সোনপুর
✅ Option: B) হাজীপুর
Q29. রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরের মধ্যে চালু হয় ?
A) নিউ দিল্লি- মুম্বাই B) নিউ দিল্লি -হাওড়া C) নিউ দিল্লি -চেন্নাই D) নিউ দিল্লি- লখনৌ
✅ Option: B) নিউ দিল্লি -হাওড়া
Q30. দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A) বিলাসপুর B) হুবলি C) জবলপুর D) ভুবনেশ্বর
✅ Option: A) বিলাসপুর
Q31. ৪ নং জাতীয় সড়ক কোন শহর দুটিকে যুক্ত করেছে ?
A) মুম্বাই- নাগপুর B) মুম্বাই -চেন্নাই C) নাগপুর -হায়দ্রাবাদ D) বেঙ্গালুরু- মহীশূর
✅ Option: B) মুম্বাই -চেন্নাই
Q32. সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
A) আমেদাবাদ B) মুম্বাই C) নিউ দিল্লি D) গুয়াহাটি
✅ Option: A) আমেদাবাদ
Q33. ব্রড গেজ রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত ?
A) ২ মিটার B) ১.৮৩ মিটার C) ১.৬৭ মিটার D) ১.৩৩ মিটার
✅ Option: C) ১.৬৭ মিটার
Q34. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কীসের জন্য বিখ্যাত ?
A) লোকোমোটিভ শিল্প B) জাহাজ তৈরি C) তৈল ক্ষেত্র D) স্টিল প্লান্ট
✅ Option: A) লোকোমোটিভ শিল্প
Q35. পশ্চিম মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A) ভোপাল B) জবলপুর C) বিলাসপুর D) হুগলি
✅ Option: B) জবলপুর
Q36. নিম্নলিখিত কোন শহরটি গ্রান্ড ট্রাক রোডের উপর অবস্থিত নয় ?
A) এলাহাবাদ B) আজমির C) আগ্রা D) কানপুর
✅ Option: B) আজমির
Q37. পশ্চিম রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
A) আমেদাবাদ B) পুনে C) বরোদা D) মুম্বাই
✅ Option: D) মুম্বাই
Q38. চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে ?
A) দিল্লি -উদয়পুর B) নিউ দিল্লি- ইন্দোর C) দিল্লি -জয়পুর D) যোধপুর- দিল্লি
✅ Option: A) দিল্লি -উদয়পুর
Q39. নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্য দিয়ে যাতায়াত করে ?
A) হিমগিরি B) জিটি এক্সপ্রেস C) শতাব্দী এক্সপ্রেস D) কর্ণাটক এক্সপ্রেস
✅ Option: A) হিমগিরি
Q40. মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত ?
A) আটলান্টিক মহাসাগরে B) প্রশান্ত মহাসাগরে C) ভারত মহাসাগরে D) বঙ্গোপসাগরে
✅ Option: B) প্রশান্ত মহাসাগরে
Q41. তৃণভূমিকে পম্পাস" বলা হয় কোথায় ?"
A) আফ্রিকায় B) দক্ষিণ আমেরিকায় C) ব্রিটিশে যুক্তরাজ্যে D) আমেরিকা যুক্তরাষ্ট্রে
✅ Option: B) দক্ষিণ আমেরিকায়
Q42. নিম্নলিখিত কোন নদী পশ্চিমবাহিনী ?
A) নর্মদা B) কাবের C) কৃষ্ণা D) মহানদী
✅ Option: A) নর্মদা
Q43. ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল কত ?
A) ৩২.১৯ লক্ষ বর্গ কিমি B) ৩৭ লক্ষ বর্গ কিমি C) ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি D) ৩৫ লক্ষ বর্গ কিমি
✅ Option: C) ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি
Q44. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?
A) পামির মালভূমি B) হিন্দুকুশ পর্বত C) হিমালয় পর্বত D) কোনটিই নয়
✅ Option: A) পামির মালভূমি
Q45. কোন নদীটি আরব সাগরে মিশেছে ?
A) গোদাবরী B) মহানদী C) মাহি D) কাবেরী
✅ Option: C) মাহি
Q46. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে ?
A) বিহার B) মহারাষ্ট্র C) মনিপুর D) মিজোরাম
✅ Option: D) মিজোরাম
Q47. নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর ওপর অবস্থিত নয় ?
A) কোয়োনা বাঁধ B) ইন্দিরা সাগর বাঁধ C) সর্দার সরোবর বাঁধ D) মহেশ্বর বাঁধ
✅ Option: A) কোয়োনা বাঁধ
Q48. লেগুন কী ?
A) পুকুর B) সরোবর C) ঝরনা D) জলপ্রপাত
✅ Option: B) সরোবর
Q49. ভটকল বন্দর কোথায় অবস্থিত ?
A) কর্ণাটক B) গুজরাট C) গোয়া D) কেরল
✅ Option: A) কর্ণাটক
Q50. লিগনাইট এক ধরনের —
A) চুনাপাথর B) কয়লা C) তামা D) আকরিক লোহা
✅ Option: B) কয়লা
✅ Correct: 0 | ❌ Wrong: 0 | 🔷 Total Point: 0


Post a Comment

0 Comments

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

Post a Comment (0)