Hello Today GK Guide Viewer!
এই পর্বে আমরা নিয়ে এসেছি ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব 2, যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন ৫০টি গুরুত্বপূর্ণ ভূগোল ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা সাহায্য করবে SSC, RRB, WBCS, রাজ্য সরকারী চাকরি, UPSC সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।
আজকের এই সেটে আপনি পাবেন –ভারতের ভূগোল,পৃথিবীর আকৃতি,নদী, পর্বত, মরুভূমি সহ গুরুত্বপূর্ণ টপিক কভার করে এমন প্রশ্ন।
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা জেনারেল নলেজ (GK) বাড়াতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত রিসোর্স।
প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক উত্তর দেওয়া রয়েছে যাতে আপনি নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। নীচে প্রশ্নোত্তরের তালিকা শুরু হচ্ছে – নিয়মিত পড়তে থাকুন এবং পোস্টটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন!
ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব 2
Q1. পৃথিবীর উচ্চতম জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
✅ Option: C) হিমাচল প্রদেশ
Q2. ভারতের পূর্ব উপকূলে অবস্থিত প্রাকৃতিক সমুদ্র বন্দরের নাম কী?
✅ Option: D) বিশাখাপত্তনম
Q3. কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত ?
✅ Option: D) শতদ্রু
Q4. নিম্নলিখিত কোন দ্বীপের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে ?
✅ Option: D) বোনিও
Q5. সেন্ট হেলেনস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ?
✅ Option: D) আমেরিকা যুক্তরাষ্ট্র
Q6. হীরাকুঁদ জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ?
✅ Option: B) ওড়িশা
Q7. ভারতে সর্বাধিক সোয়াবিন উৎপাদনকারী রাজ্যের নাম কী ?
✅ Option: D) মধ্যপ্রদেশ
Q8. ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় ?
✅ Option: D) মধ্যপ্রদেশ
Q9. নিম্নলিখিত কোন পাহাড় পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালার সংযোগস্থলে অবস্থিত ?
✅ Option: C) নীলগির
Q10. ভারতের জনগণনা কত বছর অন্তর অন্তর হয় ?
✅ Option: D) ১০ বছর
Q11. বেদনথঙ্গন পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
✅ Option: A) তামিলনাড়ু
Q12. মেরু অঞ্চলে প্রবাহিত অত্যাধিক শক্তিশালী তুষার ঝড়ের নাম কী?
✅ Option: C) ব্লিজার্ড
Q13. কোন ধরনের অরণ্যে নরম ও শক্ত কাঠের গাছ দেখতে পাওয়া যায় ?
✅ Option: B) পর্ণমোচী অরণ্য
Q14. নিম্নলিখিত কোন মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর (বিস্তৃতির সাপেক্ষে )?
✅ Option: C) প্রশান্ত মহাসাগর
Q15. দক্ষিণ-পশ্চিম রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
✅ Option: A) কলকাতা
Q16. রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত ?
✅ Option: A) বরোদা
Q17. গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
✅ Option: A) গুয়াহাটি
Q18. আগস্ট ক্রান্তি রাজধানী এক্সপ্রেস কোন দুটি টার্মিনাল স্টেশনের মধ্যে যাতায়াত করে ?
✅ Option: C) নিউ দিল্লি টু মুম্বাই
Q19. উন্নত ধরনের ভুট্টার বীজ কোনটি ?
✅ Option: B) পুসা— ১০১
Q20. উত্তর-পশ্চিম রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
✅ Option: A) জয়পুর
Q21. শতাব্দি এক্সপ্রেস কত সালে চালু হয় ?
✅ Option: C) 1988
Q22. রেলওয়ে কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত ?
✅ Option: D) কপুরথালায়
Q23. সমঝোতা এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে ?
✅ Option: D) আটারি এবং অমৃতসর
Q24. কোঙ্কন রেলওয়ে প্রকল্প কোন দুটি শহরকে যুক্ত করেছে ?
✅ Option: D) রোহা-ম্যাঙ্গালোর
Q25. ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) কোথায় অবস্থিত ?
✅ Option: A) বেঙ্গালুরু
Q26. ভারতীয় রেলওয়েকে কটি অঞ্চলে ভাগ করা হয়েছে ?
✅ Option: D) 16
Q27. নিম্নলিখিত কোন পণ্য সামগ্রী ভারতীয় রেলওয়ে কর্তৃক প্রচুর পরিমাণে পরিবাহিত হয় ?
✅ Option: B) কয়লা
Q28. পূর্ব ও মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
✅ Option: B) হাজীপুর
Q29. রাজধানী এক্সপ্রেস প্রথম কোন দুটি শহরের মধ্যে চালু হয় ?
✅ Option: B) নিউ দিল্লি -হাওড়া
Q30. দক্ষিণ-পূর্ব মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
✅ Option: A) বিলাসপুর
Q31. ৪ নং জাতীয় সড়ক কোন শহর দুটিকে যুক্ত করেছে ?
✅ Option: B) মুম্বাই -চেন্নাই
Q32. সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত ?
✅ Option: A) আমেদাবাদ
Q33. ব্রড গেজ রেলওয়ের আনুমানিক দৈর্ঘ্য কত ?
✅ Option: C) ১.৬৭ মিটার
Q34. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কীসের জন্য বিখ্যাত ?
✅ Option: A) লোকোমোটিভ শিল্প
Q35. পশ্চিম মধ্য রেলওয়ে এর আঞ্চলিক সদর দপ্তর কোথায় অবস্থিত ?
✅ Option: B) জবলপুর
Q36. নিম্নলিখিত কোন শহরটি গ্রান্ড ট্রাক রোডের উপর অবস্থিত নয় ?
✅ Option: B) আজমির
Q37. পশ্চিম রেলওয়ে এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
✅ Option: D) মুম্বাই
Q38. চেতক এক্সপ্রেস কোন দুটি শহরের মধ্যে যাতায়াত করে ?
✅ Option: A) দিল্লি -উদয়পুর
Q39. নিম্নলিখিত কোন রেল সর্বাধিক সংখ্যক রাজ্যগুলির মধ্য দিয়ে যাতায়াত করে ?
✅ Option: A) হিমগিরি
Q40. মারিয়ানা ট্রেঞ্চ কোথায় অবস্থিত ?
✅ Option: B) প্রশান্ত মহাসাগরে
Q41. তৃণভূমিকে পম্পাস" বলা হয় কোথায় ?"
✅ Option: B) দক্ষিণ আমেরিকায়
Q42. নিম্নলিখিত কোন নদী পশ্চিমবাহিনী ?
✅ Option: A) নর্মদা
Q43. ভারতের ভৌগোলিক ক্ষেত্রফল কত ?
✅ Option: C) ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি
Q44. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?
✅ Option: A) পামির মালভূমি
Q45. কোন নদীটি আরব সাগরে মিশেছে ?
✅ Option: C) মাহি
Q46. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে ?
✅ Option: D) মিজোরাম
Q47. নিম্নলিখিত কোন বাঁধটি নর্মদা নদীর ওপর অবস্থিত নয় ?
✅ Option: A) কোয়োনা বাঁধ
Q48. লেগুন কী ?
✅ Option: B) সরোবর
Q49. ভটকল বন্দর কোথায় অবস্থিত ?
✅ Option: A) কর্ণাটক
Q50. লিগনাইট এক ধরনের —
✅ Option: B) কয়লা
✅ Correct: 0 |
❌ Wrong: 0 |
🔷 Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments