Hello Today GK Guide Viewer!
এই পর্বে আমরা নিয়ে এসেছি ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব ১, যেখানে আপনি একসাথে পেয়ে যাবেন ৫০টি গুরুত্বপূর্ণ ভূগোল ভিত্তিক প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তোমরা সাহায্য করবে SSC, RRB, WBCS, রাজ্য সরকারী চাকরি, UPSC সহ সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য।
আজকের এই সেটে আপনি পাবেন –ভারতের ভূগোল,পৃথিবীর আকৃতি,নদী, পর্বত, মরুভূমি সহ গুরুত্বপূর্ণ টপিক কভার করে এমন প্রশ্ন।
যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা জেনারেল নলেজ (GK) বাড়াতে চান, তাদের জন্য এটি একটি দুর্দান্ত রিসোর্স।
প্রতিটি প্রশ্নের সঙ্গে সঠিক উত্তর দেওয়া রয়েছে যাতে আপনি নিজের প্রস্তুতি যাচাই করতে পারেন। নীচে প্রশ্নোত্তরের তালিকা শুরু হচ্ছে – নিয়মিত পড়তে থাকুন এবং পোস্টটি বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন!
ভূগোল MCQ প্রশ্ন উত্তর – পর্ব ১
Q1. ভূমধ্যসাগর এবং লৌহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ?
✅ Option: D) সুয়েজ খাল
Q2. আলমাত্তি বাঁধ কোথায় অবস্থিত ?
✅ Option: C) কর্ণাটক
Q3. হাম্পি কোন নদীর তীরে অবস্থিত ?
✅ Option: C) তুঙ্গভদ্রা
Q4. নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় ?
✅ Option: D) যব
Q5. কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
✅ Option: A) বিহার
Q6. নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় (IST) সূচিত করে ?
✅ Option: D) 82.5° পূর্ব
Q7. নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
✅ Option: A) কৃষ্ণা
Q8. আলোকবর্ষ হল_____ ?
✅ Option: B) আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব
Q9. পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ____?
✅ Option: A) সুপিরিয়র হ্রদ
Q10. নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম স্বাদু জলের হ্রদ ?
✅ Option: B) বৈকাল হ্রদ
Q11. উপকেন্দ্র এর সঙ্গে জড়িত_____?
✅ Option: A) ভূমিকম্প
Q12. পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় তার নাম কী?
✅ Option: C) নিরক্ষীয় অঞ্চল
Q13. কোন রাজ্যের মধ্য দিয়ে 44 টি পশ্চিম বাহিনী নদী প্রবাহিত হয়েছে ?
✅ Option: D) কেরল
Q14. আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
✅ Option: A) তামিলনাড়ু
Q15. নিউ ইয়র্ক সিটি কোন নদীর তীরে অবস্থিত ?
✅ Option: B) হাডসন
Q16. ইন্নুর বন্দর কোথায় অবস্থিত ?
✅ Option: A) তামিলনাড়ু
Q17. ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, এই তৃণভূমিটি কোথায় দেখা যায় ?
✅ Option: A) অস্ট্রেলিয়া
Q18. ভারতের হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কী ?
✅ Option: D) উত্তরের শৈত্য প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে
Q19. পৃথিবীর মেরু ব্যাসার্ধ, নিরক্ষরীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোট ?
✅ Option: C) 42 কিমি
Q20. নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ?
✅ Option: B) পরিচলন বৃষ্টিপাত
Q21. নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম নদী ?
✅ Option: C) আমাজন
Q22. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
✅ Option: D) আমেরিকা
Q23. ভারতের প্রথম স্থাপিত পারমানবিক বিদ্যুৎকেন্দ্র হলে ___ ?
✅ Option: B) তারাপুর (মহারাষ্ট্র)
Q24. নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ব বাহিনী নদী ?
✅ Option: B) মহানদী
Q25. ভারতের জলবায়ু কী প্রকৃতি ?
✅ Option: B) ক্রান্তীয় মৌসুমী
Q26. কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
✅ Option: A) আসাম
Q27. ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা আবৃত ?
✅ Option: C) ৭০ শতাংশ
Q28. নিয়ত বায়ুপ্রবাহ ____ ?
✅ Option: C) কখনো দিক পরিবর্তন করে না
Q29. নিম্নলিখিত কোনটি উজ্জ্বলতম গ্রহ ?
✅ Option: B) শুক্র
Q30. ক্ষেত্রফলের দিক থেকে পৃথিবীতে ভারতের স্থান কত নাম্বারে ?
✅ Option: C) সপ্তম
Q31. পৃথিবী সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে থাকে কোন দিনে ?
✅ Option: C) ৪ জুলাই
Q32. নিরক্ষরেখার সমান্তরালে অঙ্কিত কাল্পনিক রেখাটির নাম কী ?
✅ Option: A) অক্ষরেখা
Q33. নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, এবং মকরক্রান্তি রেখা কোন মহাদেশের উপর দিয়ে গেছে ?
✅ Option: D) আফ্রিকা
Q34. নিরক্ষরেখার আনুমানিক ব্যাসার্ধ কত ?
✅ Option: C) ৬ হাজার ৪০০ কিমি
Q35. কোন দেশে পৃথিবীর বৃহত্তম তৈলক্ষেত্র রয়েছে ?
✅ Option: A) ভেনেজুয়েলা
Q36. বায়ুর পর্বতের উপরে ওঠার বা পর্বতে বাধার ফলে যে বৃষ্টিপাতের সৃষ্টি হয় তার নাম কী ?
✅ Option: D) শৈলোৎক্ষেপ বৃষ্টি
Q37. ভারতে কোন শস্য চাষের জন্য সর্বাধিক জমি ব্যবহৃত হয় ?
✅ Option: A) ধান
Q38. ম্যাঙ্গালোর মন্দির কোথায় অবস্থিত ?
✅ Option: A) কর্নাটকে
Q39. সবচেয়ে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায় যে কয়লায় ?
✅ Option: B) অ্যানথ্রাসাইট
Q40. পৃথিবীর সর্বাপেক্ষা কম জনসংখ্যা বিশিষ্ট দেশ কোনটি?
✅ Option: A) ভ্যাটিকান সিটি
Q41. এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী ?
✅ Option: A) ইয়াং -সি-কিয়াং
Q42. পৃথিবীর মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকারী দেশের নাম কী ?
✅ Option: C) চিন
Q43. কোন দুটি গ্রহের মধ্যবর্তী স্থানে গ্রহাণুপুঞ্জের কক্ষ অবস্থিত ?
✅ Option: C) মঙ্গল ও বৃহস্পতি
Q44. পৃথিবীর নিজ অক্ষে একবার আবর্তন করতে কত সময় লাগে ?
✅ Option: B) ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
Q45. বেলে পাথর হল একটি —
✅ Option: D) পাললিক শিলা
Q46. কোন রাজ্যে দীর্ঘতম সড়ক পথ রয়েছে ?
✅ Option: A) উত্তর প্রদেশ
Q47. নাতিশীতোষ্ণ তৃণভূমি ক্যান্টারবেরি কোথায় অবস্থিত ?
✅ Option: C) নিউজিল্যান্ড
Q48. ভারতের বৃহত্তম ব-দ্বীপ কোনটি ?
✅ Option: A) গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ
Q49. মহাকাশ থেকে পৃথিবীতে পতিত বস্তুকে কি বলা হয় ?
✅ Option: B) উল্কা
Q50. কোন প্রধান নদীর একটি অংশ হলো তিস্তা?
✅ Option: D) ব্রহ্মপুত্র
✅ Correct: 0 |
❌ Wrong: 0 |
🔷 Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments