Geography MCQ Section (05)

0

📚 Geography MCQ Section (05)

Q1. ধুয়াঁধার জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত?
A) কাবেরী B) নর্মদা C) গোদাবরী D) কৃষ্ণা
✅ Option: B) নর্মদা
ব্যাখ্যা: None
Q2. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী?
A) হিমালয় B) বিন্ধ্য C) আরাবল্লি D) নীলগিরি
✅ Option: C) আরাবল্লি
ব্যাখ্যা: None
Q3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
A) আন্নামালাই B) আনাইমুদি C) দোদাবেতা D) কলসুবাই
✅ Option: B) আনাইমুদি
ব্যাখ্যা: None
Q4. সূর্যের উৎপাদনের মধ্যে সর্বাধিক পরিমাণ কী রয়েছে?
A) হিলিয়াম B) হাইড্রোজেন C) অক্সিজেন D) মিথেন
✅ Option: B) হাইড্রোজেন
ব্যাখ্যা: None
Q5. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
A) আনাইমুদি B) কার্ডামম C) কলসুবাই D) আন্নামালাই
✅ Option: A) আনাইমুদি
ব্যাখ্যা: None
Q6. মানুষ প্রথম কবে চাঁদে অবতরন করে?
A) ২১ জুলাই ১৯৬৯ B) ২১ জুলাই ১৯৫৩ C) ২১ জুলাই ১৯৭১ D) ২১ জুলাই ১৯৪৮
✅ Option: A) ২১ জুলাই ১৯৬৯
ব্যাখ্যা: None
Q7. কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুকে সংযোগ করেছে?
A) বানিহাল B) জোজিলা C) নাথুলা D) বম্মডিলা
✅ Option: A) বানিহাল
ব্যাখ্যা: None
Q8. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
A) ভেলিকোন্ড B) মহেন্দ্রগির C) জাভাদি D) আন্নামালাই
✅ Option: B) মহেন্দ্রগির
ব্যাখ্যা: None
Q9. পৃথিবী থেকে হ্যালি ধূমকেতু দেখা যাবে কত সালে?
A) 2061 B) 2046 C) 2026 D) 2076
✅ Option: A) 2061
ব্যাখ্যা: None
Q10. দক্ষিণাত্যের সবচেয়ে বড় নদীর নাম কী?
A) মহানদী B) গোদাবরী C) কৃষ্ণা D) কাবেরী
✅ Option: B) গোদাবরী
ব্যাখ্যা: None
Q11. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি?
A) মনিপুর B) সিকিম C) মধ্যপ্রদেশ D) অসম
✅ Option: C) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা: None
Q12. ‘ব্ল্যাক প্যাগোডা’ কোথায় অবস্থিত?
A) মাদুরাই B) কোনারক C) খাজুরাহ D) ভূপাল
✅ Option: B) কোনারক
ব্যাখ্যা: None
Q13. মধ্যপ্রদেশের নেপানগর কীসের জন্য বিখ্যাত?
A) টেক্সটাইল B) নিউজপ্রিন্ট কাগজ C) হুঁশিয়ারি D) ভেজিটেবল অয়েল
✅ Option: B) নিউজপ্রিন্ট কাগজ
ব্যাখ্যা: None
Q14. ফিরোজাবাদ কীসের জন্য বিখ্যাত?
A) কৃত্রিম সিল্ক B) সেলাই মেশিন C) কাচের চুড়ি D) টেক্সটাইল
✅ Option: C) কাচের চুড়ি
ব্যাখ্যা: None
Q15. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি?
A) রায়পুর B) দুর্গাপুর C) বোকারো D) ভিলাই
✅ Option: D) ভিলাই
ব্যাখ্যা: None
Q16. বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কটি?
A) 33 B) 34 C) 29 D) 36
✅ Option: C) 29
ব্যাখ্যা: None
Q17. দাবোলিম বিমানবন্দর কোথায় অবস্থিত?
A) রাচি B) পুনে C) চেন্নাই D) গোয়া
✅ Option: D) গোয়া
ব্যাখ্যা: None
Q18. রেলের চাকা তৈরীর ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
A) চিত্তরঞ্জন B) বারাণসী C) কপূর থালা D) ইয়েলাহাঙ্কা
✅ Option: D) ইয়েলাহাঙ্কা
ব্যাখ্যা: None
Q19. পৃথিবীর উচ্চতম সুরঙ্গ পথের নাম কী?
A) রোটাং টানেল B) জওহর টানেল C) পীরপাঞ্জাল টানেল D) কোনোটিই নয়
✅ Option: A) রোটাং টানেল
ব্যাখ্যা: None
Q20. ভারতে প্রথম কত সালে রেল পরিষেবা চালু হয়?
A) 1851 B) 1852 C) 1857 D) 1853
✅ Option: D) 1853
ব্যাখ্যা: None
Q21. ভারতীয় রেলওয়ে এর জনক কাকে বলা হয়?
A) লর্ড মিন্ট B) লর্ড ডালহৌসি C) লর্ড রিপন D) লর্ড ক্যানিং
✅ Option: B) লর্ড ডালহৌসি
ব্যাখ্যা: None
Q22. ভারতের কোন রাজ্যে কোন রেলপথ নেই?
A) সিকিম B) অন্ধ্রপ্রদেশ C) গোয়া D) মেঘালয়
✅ Option: D) মেঘালয়
ব্যাখ্যা: None
Q23. ‘ইনস্টিউট অফ রেল ট্রান্সপোর্ট’ কোথায় অবস্থিত?
A) নিউ দিল্লি B) রাঁচি C) বিলাসপুর D) পুনে
✅ Option: A) নিউ দিল্লি
ব্যাখ্যা: None
Q24. ভারতের দীর্ঘতম রেল ব্রিজ এর নাম কী?
A) পাম্বন ব্রিজ B) রাজেন্দ্র সেতু C) ভেম্বানান্দ ব্রিজ D) শরাবতি ব্রিজ
✅ Option: C) ভেম্বানান্দ ব্রিজ
ব্যাখ্যা: None
Q25. দক্ষিণ-পূর্ব রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
A) খড়গপুর B) কলকাতা C) বিলাসপুর D) আদ্রা
✅ Option: B) কলকাতা
ব্যাখ্যা: None
Q26. ভারতের জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত?
A) হায়দ্রাবাদ B) নিউ দিল্লী C) চেন্নাই D) থানে
✅ Option: B) নিউ দিল্লী
ব্যাখ্যা: None
Q27. ৭ নং জাতীয় সড়ক কোন শহর দুটিকে যুক্ত করেছে?
A) বারানসী- কন্যাকুমারী B) দিল্লি -মুম্বাই C) বারানসী- চেন্নাই D) আগ্রা -চেন্নাই
✅ Option: A) বারানসী- কন্যাকুমারী
ব্যাখ্যা: None
Q28. ভারতীয় রেলওয়ে ভ্রাম্যমান হাসপাতাল ট্রেনটির নাম কী?
A) জীবনজ্যোতি এক্সপ্রেস B) জীবনরক্ষা এক্সপ্রেস C) জীবনরেখা এক্সপ্রেস D) জীবনদীপ এক্সপ্রেস
✅ Option: C) জীবনরেখা এক্সপ্রেস
ব্যাখ্যা: None
Q29. উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
A) গুয়াহাটি B) গ্যাংটক C) লামডিং D) কলকাতা
✅ Option: A) গুয়াহাটি
ব্যাখ্যা: None
Q30. ভারতীয় রেলওয়ের সবচেয়ে বড় জোন কোনটি?
A) উত্তর রেলওয়ে B) দক্ষিণ-পূর্ব মধ্যে রেলওয়ে C) পূর্ব রেলওয়ে D) পশ্চিম রেলওয়ে
✅ Option: C) পূর্ব রেলওয়ে
ব্যাখ্যা: None
Q31. নিম্নলিখিত কোন পাহাড় মেঘালয়ে অবস্থিত?
A) জয়ন্তিয়া B) গিরনার C) মহাদেব D) অনাথগিরি
✅ Option: A) জয়ন্তিয়া
ব্যাখ্যা: None
Q32. ভারতীয় রেলের যাত্রীবাহী রেলকামরা গুলো কোথায় তৈরি হয়?
A) কপুরথালা B) চিত্তরঞ্জন C) পেরাম্বুর D) বেঙ্গালুরু
✅ Option: A) কপুরথালা
ব্যাখ্যা: None
Q33. পাহাড়ি এলাকায় কী ধরনের ট্রেন ব্যবহার হয়?
A) ব্রডগেজ B) মিটারগেজ C) ন্যারোগেজ D) স্পেশাল
✅ Option: C) ন্যারোগেজ
ব্যাখ্যা: None
Q34. ভারতের আলু সংক্রান্ত গবেষণাগারটি কোথায় অবস্থিত?
A) মহীশূর B) লখনৌ C) শিমলা D) চেন্নাই
✅ Option: C) শিমলা
ব্যাখ্যা: None
Q35. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কী?
A) প্রক্সিমা সেন্টাউরি B) সিরিয়াস C) আলফা সেন্টরি D) বেতেলজিউজ
✅ Option: A) প্রক্সিমা সেন্টাউরি
ব্যাখ্যা: None
Q36. সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
A) সিরিয়াস (ডগ স্টার) B) বেতেলজিউজ C) রিগেল D) পোলারিস
✅ Option: A) সিরিয়াস (ডগ স্টার)
ব্যাখ্যা: None
Q37. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়?
A) শুক্র B) মঙ্গল C) বৃহস্পতি D) শনি
✅ Option: A) শুক্র
ব্যাখ্যা: None
Q38. ‘গ্রেট রেড স্পট’ দেখা যায় কোন গ্রহে?
A) বৃহস্পতি B) শনি C) ইউরেনাস D) নেপচুন
✅ Option: A) বৃহস্পতি
ব্যাখ্যা: None
Q39. কোন গ্রহে বলয় রয়েছে?
A) বৃহস্পতি (Jupiter) B) শনিগ্রহ (Saturn) C) ইউরেনাস (Uranus) D) নেপচুন (Neptune)
✅ Option: A) বৃহস্পতি (Jupiter)
ব্যাখ্যা: শনিগ্রহের বলয় সবচেয়ে স্পষ্ট ও বিশাল।
Q40. মঙ্গলের উপগ্রহের নাম কী?
A) ফোবোস (Phobos) B) ডেইমোস (Deimos) C) টাইটান (Titan) D) A ও B
✅ Option: D) A ও B
ব্যাখ্যা: মঙ্গলের দুটি ছোট উপগ্রহ – ফোবোস ও ডেইমোস।
Q41. কোন গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণ কাল প্রায় সমান?
A) বুধ (Mercury) B) শুক্র (Venus) C) পৃথিবী (Earth) D) মঙ্গল (Mars)
✅ Option: B) শুক্র (Venus)
ব্যাখ্যা: শুক্র প্রায় নিজের অক্ষের চারদিকে ও সূর্যের চারদিকে ঘোরার সময়কাল সমান।
Q42. কোন গ্রহে পৃথিবীর মতো দিনের দৈর্ঘ্য সমান?
A) শুক্র (Venus) B) মঙ্গল (Mars) C) বৃহস্পতি (Jupiter) D) ইউরেনাস (Uranus)
✅ Option: B) মঙ্গল (Mars)
ব্যাখ্যা: মঙ্গলের দিন প্রায় ২৪ ঘণ্টা ৩৯ মিনিট।
Q43. অন্তঃস্থ গ্রহ (Terrestrial planets) বলা হয় কোন গ্রহকে?
A) বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল B) বৃহস্পতি, শনিগ্রহ, ইউরেনাস, নেপচুন C) শুধুমাত্র পৃথিবী D) শুক্র, মঙ্গল, শনিগ্রহ, ইউরেনাস
✅ Option: A) বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
ব্যাখ্যা: শিলা ও ধাতব পৃষ্ঠবিশিষ্ট গ্রহগুলোকে অন্তঃস্থ গ্রহ বলা হয়।
Q44. বহিঃস্থ গ্রহ (Jovian planets) বলা হয় কোন গ্রহকে?
A) বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল B) বৃহস্পতি, শনিগ্রহ, ইউরেনাস, নেপচুন C) শুধুমাত্র শনিগ্রহ D) শুক্র, মঙ্গল, শনিগ্রহ, ইউরেনাস
✅ Option: B) বৃহস্পতি, শনিগ্রহ, ইউরেনাস, নেপচুন
ব্যাখ্যা: গ্যাসীয় গঠন ও বিশাল আকারের জন্য এদের Jovian গ্রহ বলা হয়।
Q45. বহিঃস্থ যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?
A) ইউরেনাস ও নেপচুন B) বৃহস্পতি ও শনিগ্রহ C) বুধ ও শুক্র D) পৃথিবী ও মঙ্গল
✅ Option: A) ইউরেনাস ও নেপচুন
ব্যাখ্যা: আকার, গঠন ও চেহারায় প্রায় একই রকম হওয়ায় এদের যমজ গ্রহ বলা হয়।
Q46. Asteroids (গ্রহাণুপুঞ্জ) অবস্থিত কোন গ্রহের মধ্যে ?
A) পৃথিবী ও মঙ্গল B) বৃহস্পতি ও শনিগ্রহ C) মঙ্গল ও বৃহস্পতি D) ইউরেনাস ও নেপচুন
✅ Option: C) মঙ্গল ও বৃহস্পতি
ব্যাখ্যা: গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যে অবস্থিত।
Q47. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
A) টাইটান (Titan) B) গ্যানিমিড (Ganymede) C) ক্যালিস্টো (Callisto) D) ফোবোস (Phobos)
✅ Option: B) গ্যানিমিড (Ganymede)
ব্যাখ্যা: বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ।
Q48. বরফের আচ্ছাদন (Ice cap) আছে কোন গ্রহে?
A) মঙ্গল (Mars) B) ইউরেনাস (Uranus) C) নেপচুন (Neptune) D) শুক্র (Venus)
✅ Option: A) মঙ্গল (Mars)
ব্যাখ্যা: পৃথিবী ও মঙ্গলের মেরু অঞ্চলে বরফের আচ্ছাদন রয়েছে।
Q49. শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
A) টাইটান (Titan) B) গ্যানিমিড (Ganymede) C) ক্যালিস্টো (Callisto) D) ফোবোস (Phobos)
✅ Option: A) টাইটান (Titan)
ব্যাখ্যা: টাইটান শনির সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম।
Q50. কোন গ্রহের বায়ুমন্ডলে অধিকাংশই কার্বন ডাই অক্সাইড রয়েছে?
A) শুক্র (Venus) B) মঙ্গল (Mars) C) পৃথিবী (Earth) D) ইউরেনাস (Uranus)
✅ Option: A) শুক্র (Venus)
ব্যাখ্যা: শুক্রের বায়ুমণ্ডল প্রায় 96% কার্বন ডাই অক্সাইড রয়েছে।
Correct: 0 Wrong: 0 Total Point: 0

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments

একটি মন্তব্য পোস্ট করুন (0)