📚 Geography MCQ Section (05)
Q1. ধুয়াঁধার জলপ্রপাত কোন নদীর ওপরে অবস্থিত?
✅ Option: B) নর্মদা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q2. ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কী?
✅ Option: C) আরাবল্লি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q3. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কী?
✅ Option: B) আনাইমুদি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q4. সূর্যের উৎপাদনের মধ্যে সর্বাধিক পরিমাণ কী রয়েছে?
✅ Option: B) হাইড্রোজেন
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q5. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ Option: A) আনাইমুদি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q6. মানুষ প্রথম কবে চাঁদে অবতরন করে?
✅ Option: A) ২১ জুলাই ১৯৬৯
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q7. কোন গিরিপথ শ্রীনগর ও জম্মুকে সংযোগ করেছে?
✅ Option: A) বানিহাল
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q8. পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী?
✅ Option: B) মহেন্দ্রগির
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q9. পৃথিবী থেকে হ্যালি ধূমকেতু দেখা যাবে কত সালে?
✅ Option: A) 2061
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q10. দক্ষিণাত্যের সবচেয়ে বড় নদীর নাম কী?
✅ Option: B) গোদাবরী
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q11. ভারতের কোন রাজ্যে বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি?
✅ Option: C) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q12. ‘ব্ল্যাক প্যাগোডা’ কোথায় অবস্থিত?
✅ Option: B) কোনারক
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q13. মধ্যপ্রদেশের নেপানগর কীসের জন্য বিখ্যাত?
✅ Option: B) নিউজপ্রিন্ট কাগজ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q14. ফিরোজাবাদ কীসের জন্য বিখ্যাত?
✅ Option: C) কাচের চুড়ি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q15. ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি?
✅ Option: D) ভিলাই
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q16. বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কটি?
✅ Option: C) 29
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q17. দাবোলিম বিমানবন্দর কোথায় অবস্থিত?
✅ Option: D) গোয়া
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q18. রেলের চাকা তৈরীর ফ্যাক্টরি কোথায় অবস্থিত?
✅ Option: D) ইয়েলাহাঙ্কা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q19. পৃথিবীর উচ্চতম সুরঙ্গ পথের নাম কী?
✅ Option: A) রোটাং টানেল
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q20. ভারতে প্রথম কত সালে রেল পরিষেবা চালু হয়?
✅ Option: D) 1853
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q21. ভারতীয় রেলওয়ে এর জনক কাকে বলা হয়?
✅ Option: B) লর্ড ডালহৌসি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q22. ভারতের কোন রাজ্যে কোন রেলপথ নেই?
✅ Option: D) মেঘালয়
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q23. ‘ইনস্টিউট অফ রেল ট্রান্সপোর্ট’ কোথায় অবস্থিত?
✅ Option: A) নিউ দিল্লি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q24. ভারতের দীর্ঘতম রেল ব্রিজ এর নাম কী?
✅ Option: C) ভেম্বানান্দ ব্রিজ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q25. দক্ষিণ-পূর্ব রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
✅ Option: B) কলকাতা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q26. ভারতের জাতীয় রেল মিউজিয়াম কোথায় অবস্থিত?
✅ Option: B) নিউ দিল্লী
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q27. ৭ নং জাতীয় সড়ক কোন শহর দুটিকে যুক্ত করেছে?
✅ Option: A) বারানসী- কন্যাকুমারী
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q28. ভারতীয় রেলওয়ে ভ্রাম্যমান হাসপাতাল ট্রেনটির নাম কী?
✅ Option: C) জীবনরেখা এক্সপ্রেস
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q29. উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে এর মুখ্য কার্যালয় কোথায়
অবস্থিত?
✅ Option: A) গুয়াহাটি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q30. ভারতীয় রেলওয়ের সবচেয়ে বড় জোন কোনটি?
✅ Option: C) পূর্ব রেলওয়ে
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q31. নিম্নলিখিত কোন পাহাড় মেঘালয়ে অবস্থিত?
✅ Option: A) জয়ন্তিয়া
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q32. ভারতীয় রেলের যাত্রীবাহী রেলকামরা গুলো কোথায় তৈরি হয়?
✅ Option: A) কপুরথালা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q33. পাহাড়ি এলাকায় কী ধরনের ট্রেন ব্যবহার হয়?
✅ Option: C) ন্যারোগেজ
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q34. ভারতের আলু সংক্রান্ত গবেষণাগারটি কোথায় অবস্থিত?
✅ Option: C) শিমলা
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q35. সৌরজগতের নিকটতম নক্ষত্রের নাম কী?
✅ Option: A) প্রক্সিমা সেন্টাউরি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q36. সৌরজগতের বাইরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
✅ Option: A) সিরিয়াস (ডগ স্টার)
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q37. পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়?
✅ Option: A) শুক্র
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q38. ‘গ্রেট রেড স্পট’ দেখা যায় কোন গ্রহে?
✅ Option: A) বৃহস্পতি
ব্যাখ্যা: None
ব্যাখ্যা: None
Q39. কোন গ্রহে বলয় রয়েছে?
✅ Option: A) বৃহস্পতি (Jupiter)
ব্যাখ্যা: শনিগ্রহের বলয় সবচেয়ে স্পষ্ট ও বিশাল।
ব্যাখ্যা: শনিগ্রহের বলয় সবচেয়ে স্পষ্ট ও বিশাল।
Q40. মঙ্গলের উপগ্রহের নাম কী?
✅ Option: D) A ও B
ব্যাখ্যা: মঙ্গলের দুটি ছোট উপগ্রহ – ফোবোস ও ডেইমোস।
ব্যাখ্যা: মঙ্গলের দুটি ছোট উপগ্রহ – ফোবোস ও ডেইমোস।
Q41. কোন গ্রহের আবর্তন কাল এবং পরিক্রমণ কাল প্রায় সমান?
✅ Option: B) শুক্র (Venus)
ব্যাখ্যা: শুক্র প্রায় নিজের অক্ষের চারদিকে ও সূর্যের চারদিকে ঘোরার সময়কাল সমান।
ব্যাখ্যা: শুক্র প্রায় নিজের অক্ষের চারদিকে ও সূর্যের চারদিকে ঘোরার সময়কাল সমান।
Q42. কোন গ্রহে পৃথিবীর মতো দিনের দৈর্ঘ্য সমান?
✅ Option: B) মঙ্গল (Mars)
ব্যাখ্যা: মঙ্গলের দিন প্রায় ২৪ ঘণ্টা ৩৯ মিনিট।
ব্যাখ্যা: মঙ্গলের দিন প্রায় ২৪ ঘণ্টা ৩৯ মিনিট।
Q43. অন্তঃস্থ গ্রহ (Terrestrial planets) বলা হয় কোন গ্রহকে?
✅ Option: A) বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল
ব্যাখ্যা: শিলা ও ধাতব পৃষ্ঠবিশিষ্ট গ্রহগুলোকে অন্তঃস্থ গ্রহ বলা হয়।
ব্যাখ্যা: শিলা ও ধাতব পৃষ্ঠবিশিষ্ট গ্রহগুলোকে অন্তঃস্থ গ্রহ বলা হয়।
Q44. বহিঃস্থ গ্রহ (Jovian planets) বলা হয় কোন গ্রহকে?
✅ Option: B) বৃহস্পতি, শনিগ্রহ, ইউরেনাস, নেপচুন
ব্যাখ্যা: গ্যাসীয় গঠন ও বিশাল আকারের জন্য এদের Jovian গ্রহ বলা হয়।
ব্যাখ্যা: গ্যাসীয় গঠন ও বিশাল আকারের জন্য এদের Jovian গ্রহ বলা হয়।
Q45. বহিঃস্থ যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে?
✅ Option: A) ইউরেনাস ও নেপচুন
ব্যাখ্যা: আকার, গঠন ও চেহারায় প্রায় একই রকম হওয়ায় এদের যমজ গ্রহ বলা হয়।
ব্যাখ্যা: আকার, গঠন ও চেহারায় প্রায় একই রকম হওয়ায় এদের যমজ গ্রহ বলা হয়।
Q46. Asteroids (গ্রহাণুপুঞ্জ) অবস্থিত কোন গ্রহের মধ্যে ?
✅ Option: C) মঙ্গল ও বৃহস্পতি
ব্যাখ্যা: গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যে অবস্থিত।
ব্যাখ্যা: গ্রহাণুপুঞ্জ মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যে অবস্থিত।
Q47. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
✅ Option: B) গ্যানিমিড (Ganymede)
ব্যাখ্যা: বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ।
ব্যাখ্যা: বৃহস্পতির উপগ্রহ গ্যানিমিড সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ।
Q48. বরফের আচ্ছাদন (Ice cap) আছে কোন গ্রহে?
✅ Option: A) মঙ্গল (Mars)
ব্যাখ্যা: পৃথিবী ও মঙ্গলের মেরু অঞ্চলে বরফের আচ্ছাদন রয়েছে।
ব্যাখ্যা: পৃথিবী ও মঙ্গলের মেরু অঞ্চলে বরফের আচ্ছাদন রয়েছে।
Q49. শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম কী?
✅ Option: A) টাইটান (Titan)
ব্যাখ্যা: টাইটান শনির সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম।
ব্যাখ্যা: টাইটান শনির সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম।
Q50. কোন গ্রহের বায়ুমন্ডলে অধিকাংশই কার্বন ডাই অক্সাইড রয়েছে?
✅ Option: A) শুক্র (Venus)
ব্যাখ্যা: শুক্রের বায়ুমণ্ডল প্রায় 96% কার্বন ডাই অক্সাইড রয়েছে।
ব্যাখ্যা: শুক্রের বায়ুমণ্ডল প্রায় 96% কার্বন ডাই অক্সাইড রয়েছে।
Correct: 0
Wrong: 0
Total Point: 0

Hi Today gk guide Viewer please, Do Not Spam In Comments